চাঁদাবাজির মামলায় কৃষকদল নেতা গ্রেফতার

3 hours ago 5

নেত্রকোনার পূর্বধলায় চাঁদাবাজির মামলায় ফজল হক (৪০) নামে কৃষকদলের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৩ মার্চ) রাতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) শহরের কুড়পাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে। পরে মঙ্গলবার দুপুরে তাকে পূর্বধলা থানা পুলিশ মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতার ফজল হক উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের পাটলী গ্রামের আব্দুল গফুরের ছেলে। তিনি ধলামূলগাঁও ইউনিয়ন কৃষকদলের সদস্য ও ৫ নম্বর ওয়ার্ড কৃষকদলের সাধারণ সম্পাদক।

ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাটলী গ্রামের তরিকুল ইসলাম নামে এক ব্যক্তি গত ১৯ ফেব্রুয়ারি নেত্রকোনা আদালতে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে ফজল হকের বিরুদ্ধে মামলার আবেদন করেন। পরে আদালতের নির্দেশে পূর্বধলা থানায় মামলা করা হয়। ওই মামলায় ফজল হককে ডিবি পুলিশ গ্রেফতার করে।

ধলামূলগাঁও ইউনিয়ন কৃষকদলের সাংগঠনিক সম্পাদক ও পাটলী গ্রামের বাসিন্দা রতন মিয়া বলেন, গ্রেফতার ফজল হক ও মামলার বাদী একই বাড়িতে বসবাস করেন। তারা সম্পর্কে চাচাতো ভাই। দীর্ঘদিন তাদের মধ্যে জমিজমা ও চলাচলের রাস্তা নিয়ে বিরোধ চলছিল। এই বিরোধকে কেন্দ্র করে কৃষকদল নেতা ফজল হককে মামলায় ফাঁসানো হয়েছে।

জেলার ডিবির (পশ্চিম) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি অভিযান চালিয়ে আসামি ফজলকে গ্রেফতার পূর্বধলা থানায় প্রেরণ করে।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, গ্রেফতার ফজলকে মঙ্গলবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়। পরে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এইচ এম কামাল/এমএন/এমএস

Read Entire Article