পিরোজপুরের কাউখালীতে চাঁদাবাজি মামলায় যুবলীগ নেতা সঞ্জয় শীলকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১২ ফেব্রুয়ারি) সঞ্জয়কে পিরোজপুর আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
সঞ্জয় উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের পরিতোষ শীলের ছেলে। তিনি কাউখালী উপজেলা যুবলীগের সহসাধারণ সম্পাদক।
পুলিশ সূত্র জানায়, কাউখালী থানার এসআই রাশেদুল ইসলামের নেতৃত্বে মঙ্গলবার রাতে এক ঝটিকা অভিযানে সঞ্জয় শীলকে গ্রেপ্তার করা হয়েছে।
কাউখালী থানার ওসি মো. সোলায়মান কালবেলাকে জানান, সঞ্জয়ের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা রয়েছে। আজ বুধবার গ্রেপ্তারকৃত সঞ্জয়কে পিরোজপুর কোর্টে প্রেরণ করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে।