চাঁপাইনবাবগঞ্জে বৃষ্টি, আম চাষিদের মনে স্বস্তি

6 days ago 13

দীর্ঘদিন পর বৃষ্টির দেখা পেয়েছে চাঁপাইনবাবগঞ্জ। শুক্রবার(২১ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়। এতে আম চাষিদের মনে স্বস্তি দেখা দিয়েছে। মুষলধারে না হলেও কৃষি বিভাগ বলছে আমের জন্য এই বৃষ্টি আশীর্বাদ।

জেলার শিবগঞ্জ উপজেলার পুকুরিয়া এলাকার সোহেল রানা, আব্দুল আলিম, এনামুল হক স্বপনসহ কয়েকজন আম চাষি বলেন, চাঁপাইনবাবগঞ্জে ৯৫ শতাংশ বাগানে আমের মুকুল এলেও ১০ দিন অতিরিক্ত তাপমাত্রা ও কুয়াশায় সে অনুপাতে বাঁধেনি আমের গুটি। তাই হতাশায় দিন কাটছে আমাদের। তবে শুক্রবার সকাল থেকে বৃষ্টির দেখা পেয়ে স্বস্তি ফিরেছে।

চাঁপাইনবাবগঞ্জে বৃষ্টি, আম চাষিদের মনে স্বস্তি

শিবগঞ্জ ম্যাংগো প্রোডিউসার কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের সাধারণ সম্পাদক ইসমাইল খান শামীম বলেন, চলতি বছরে মুকুল অনুযায়ী আমের গুটি কম। কয়েকদিন সকালে ঘন কুয়াশা পড়েছে এতে বেশকিছু আমের গুটি নষ্ট হয়ে গেছে। তবে আজ বৃষ্টিতে আমের গুটির ব্যাপক উপকার হলো। এখন দ্রুত আমগুলো বড় হবে। বৃষ্টিতে আমগাছের সব ধরনের ময়লা ধুয়ে গেছে। এতে আমগুলো আলো-বাতাস পাবে।

চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. ইয়াছিন আলী জানান, অতিরিক্ত তাপমাত্রার কারণে মুকুল থেকে আমের গুটি ঝরে যাচ্ছিলো। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির ফলে আমের গুটি দ্রুত বড় হবে। তাই আমের জন্য এই বৃষ্টি আশীর্বাদ।

jagonews24

গত বছর চাঁপাইনবাবগঞ্জে আম চাষ হয়েছিল ৩৭ হাজার ৬০৪ হেক্টর জমিতে। চলতি বছরে আম চাষ হয়েছে ৩৭ হাজার ৫০৪ হেক্টর জমিতে। যা গত বছরের তুলনায় ১০০ হেক্টর কম।

সোহান মাহমুদ/এমএন/জিকেএস

Read Entire Article