একদিনে ৩৫ হাজার যান পারাপার, টোল আদায় দুই কোটি

3 days ago 16

ঈদ উদযাপনে নাড়ির টানে বাড়ি ফিরছে মানুষ। ফলে যানবাহনের চাপ বেড়েছে যমুনা সেতুতে। একদিনে (গত ২৪ ঘণ্টায়) এ সেতুর ওপর দিয়ে ৩৫ হাজার ২২৭টি গাড়ি চলাচল করেছে। এতে উভয় পাশে টোল আদায় হয়েছে দুই কোটি ৬৫ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা।

শুক্রবার (২৮ মার্চ) ভোরে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত যমুনা সেতু দিয়ে গাড়ি পারাপার হয়েছে ৩৫ হাজার ২২৭টি। এরমধ্যে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী লেনে ২০ হাজার ২৪১ ও উত্তরবঙ্গ থেকে ঢাকামুখী লেনে ১৪ হাজার ৯৮৬ গাড়ি চলাচল করেছে।

এরমধ্যে পূর্ব টোলপ্লাজায় এক কোটি ৩৪ লাখ ৭০ হাজার ৪৫০ টাকা ও পশ্চিম টোলপ্লাজায় আদায় হয়েছে এক কোটি ৩০ লাখ ৬৭ হাজার ৫০ টাকা।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় স্বাভাবিকের তুলনায় দিগুণ গাড়ি পারাপার হয়েছে। তবে আজকে এই সংখ্যা আরও বাড়তে পারে।

এম এ মালেক/জেডএইচ/এমএস

Read Entire Article