চাকরির মেয়াদ আর কতদিন, জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব

3 weeks ago 7

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, তার চাকরি ২০২৬ সালের ৩০ জুনের মধ্যেই শেষ হয়ে যাবে।

এ তথ্য জানিয়ে শফিকুল আলম প্রশ্ন রেখেছেন, এরপর তিনি কী করবেন? নিজের জীবনের নিরাপত্তাহীনতার জন্য যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক, অ্যাকটিভিস্ট এবং ইউটিউবার ইলিয়াস হোসেন এবং ফ্রান্স প্রবাসী অ্যাকটিভিস্ট পিনাকি ভট্টাচার্যকে দায়ী করেছেন।

সোমবার সকালে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। তার ভাষণ যখন সরাসরি সম্প্রচারিত হচ্ছিল, তখনই নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া স্ট্যাটাসে এসব কথা জানান প্রেস সচিব শফিকুল আলম।

২০২৫ সালের শেষের দিকে নির্বাচন হতে পারে: প্রধান উপদেষ্টা

নিজের অবস্থা নিয়ে তিনি লিখেছেন, আমার জন্য পথে চলা, মানুষের মধ্যে একা ঘোরা বা একটি স্টলে বসে চা খাওয়া কঠিন হয়ে যাবে। এমনকি গ্রামে গিয়ে ঘোরাও বিপজ্জনক হয়ে গেছে মিডিয়ায় নিয়মিত ব্রিফিং করে আমার চেহারা পরিচিতির কারণে।

তিনি লিখেছেন, প্রেস সচিবের চাকরি ছাড়ার পর আমাকে হয়তো দীর্ঘদিন ঘরে থেকে কাটাতে হবে।

নিজের পেশা এবং দেশের প্রতি ভালোবাসার কথা জানিয়ে তিনি স্ট্যাটাসের শেষে লিখেছেন, মাতৃভূতি অথবা মৃত্যু!

এমএইচআর

Read Entire Article