চাকসু নির্বাচনের তপশিল ঘোষণা, নির্বাচন ১২ অক্টোবর

6 hours ago 3
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা করা হয়েছে। আগামী ১২ অক্টোবর এ নির্বাচনের ভোটগ্রহণ হবে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ অডিটোরিয়ামে এ নির্বাচনের তপশিল ঘোষণা করেন চাকসু নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন। তপশিল অনুযায়ী, খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে ১ সেপ্টেম্বর (সোমবার)। খসড়া ভোটার তালিকায় আপত্তি গ্রহণ ৪ সেপ্টেম্বর (শুক্রবার) ও চূড়ান্ত ভোটার তালিকা ১১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার)। এ ছাড়া মনোনয়নপত্র বিতরণ করা শুরু হবে ১৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার)। ১৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) থেকে মনোনয়ন জমা নেওয়া শুরু হবে। এই মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ সেপ্টেম্বর (বুধবার)। মনোনয়নপত্র যাচাইবাছাই শুরু হবে ১৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার)। প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে ২১ সেপ্টেম্বর (রোববার)। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) ও প্রার্থীদের বিষয়ে আপত্তি গ্রহণ ও নিষ্পত্তির শেষ তারিখ ২৪ সেপ্টেম্বর (বুধবার)। তাছাড়া প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ ২৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ অক্টোবর (রোববার) সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত।   উল্লেখ্য, ১৯৬৬ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর প্রথম চাকসু নির্বাচন হয় ১৯৭০ সালে। এখন পর্যন্ত মাত্র ছয়বার নির্বাচন হয়েছে চাকসুতে। সর্বশেষ নির্বাচন হয় ১৯৯০ সালের ৮ ফেব্রুয়ারি। এরপর ছাত্রসংগঠনগুলোর মুখোমুখি অবস্থান, কয়েক দফা সংঘর্ষ ও উপযুক্ত পরিবেশ না পাওয়ায় চাকসু নির্বাচনের মুখ দেখেনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
Read Entire Article