চাকসুর দপ্তরের দুই পদে প্রার্থী হতে পারবেন নারীরাও

2 weeks ago 10

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) গঠনতন্ত্রে বড় দুটি পরিবর্তন আনা হয়েছে। এতে দপ্তর ও সহ-দপ্তর সম্পাদক পদে নারী-পুরুষ উভয়ের জন্য প্রযোজ্য হবে এবং প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ৩০ বাদ দেওয়া হয়েছে। 

শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন চাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন। 

এর আগে গতকাল বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ অডিটরিয়ামে চাকসু নির্বাচন ও হল সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা করে প্রশাসন। তপশিল অনুযায়ী আগামী ১২ অক্টোবর ভোট হবে।

তবে তপশিল ঘোষণার পর প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থী, রাজনৈতিক সংগঠনগুলোর নেতাকর্মীদের মধ্যে গঠনতন্ত্র নিয়ে বাগবিতণ্ডা হয়। পুরোনো গঠনতন্ত্রে (সংশোধিত) দপ্তর ও সহদপ্তর সম্পাদক পদে নারী শিক্ষার্থীদের না রাখার প্রতিবাদ জানান তারা। তবে দপ্তর সম্পাদক পদটিতে নারী ও পুরুষ শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত রাখা হবে বলে জানায় প্রশাসন। 

গঠনতন্ত্রের বিষয়ে চাকসু নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন কালবেলাকে বলেন, পুনঃসংশোধিত গঠনতন্ত্রে দপ্তর ও সহদপ্তর সম্পাদক পদ ছাত্রছাত্রী উভয়ের জন্য নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া এমফিল-পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নরত শিক্ষার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ৩০ বাদ দেওয়া হয়েছে।

পূর্বের সংশোধিত গঠনতন্ত্রে দপ্তর ও সহ-দপ্তর সম্পাদক পদটি শুধু পুরুষদের জন্য নির্ধারিত ছিল। ভোটার হতে এমফিল-পিএইচডি শিক্ষার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ৩০ করা হয়েছিল।

Read Entire Article