চামচ গিলে ভুলে গেলেন যুবক, অতঃপর...

2 months ago 6

পেটে চামচ নিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন এক চীনা যুবক। ২৯ বছর বয়সী ইয়াং নামের এই ব্যক্তি ছয় মাস ধরে পেটে চামচ নিয়ে দিব্যি ঘুরে বেড়ালেও টের পাননি কিছুই।

ঘটনাটি ঘটে থাইল্যান্ডে। ইয়াং বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে তখন মাতাল। নেশা কাটাতে তিনি বমি করার জন্য হোটেলের একটা কফির চামচ গলায় ঢোকান। কিন্তু চামচটা সোজা গলা দিয়ে পেটের ভেতরে ঢুকে যায়! ইয়াং এরপর এমনই মাতাল ছিলেন যেসব ভুলে ঘুমিয়ে পড়েন। খবর এনডিটিভির।

চামচ গিলে ফেলার কথা বেমালুম ভুলে পরদিন ঘুম ভেঙে উঠে তিনি ভাবলেন, কেমন এক অদ্ভুত স্বপ্ন দেখলাম! এরপর ঢাকঢোল পিটিয়ে স্বাভাবিক জীবনযাপন শুরু করেন তিনি। ফিরে আসেন সাংহাই, জিমে যান, খাওয়া-দাওয়া করেন সবই স্বাভাবিক। একটুও টের পাননি যে তার পেটের ভেতর একটা আস্ত চামচ রাজত্ব করছে।

অবশেষে, কিছুদিন পর পেটব্যথা ও শ্বাস কষ্ট শুরু হলে তিনি সাংহাইয়ের ঝোংশান হাসপাতালে যান। ডাক্তাররা পেট স্ক্যান করে চমকে যান। একটা ১৫ সেন্টিমিটার লম্বা চামচ ইয়াং-এর পেটের ভেতর গেঁথে আছে! 

শুরুর চেষ্টায় ডাক্তাররা চামচটা বের করতে ব্যর্থ হন, কারণ তা এত পিচ্ছিল ছিল যে হাত ফসকে যাচ্ছিল বারবার। পরে অন্য কৌশলে অবশেষে চামচটি বের করে ফেলেন তারা। বর্তমানে ইয়াং হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। তিনি সুস্থ আছেন বলে জানা গেছে।

Read Entire Article