চার বছর আগের বকেয়া বেতনের দাবিতে আশুলিয়ায় মহাসড়ক অবরোধ

1 month ago 16

ঢাকার সাভারের আশুলিয়ায় বকেয়া পাওনাদি ও বেতন পরিশোধের দাবিতে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন লেনী ফ্যাশনস ও লেনী অ্যাপারেলস কারখানার শ্রমিকরা। মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ৭টা থেকে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ডিইপিজেড) সামনে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

বিক্ষুদ্ধ একাধিক শ্রমিক জানান, চার বছর আগে শ্রমিকদের বেতন বকেয়া রেখে কারখানা বন্ধ করে দেয় লেনী ফ্যাশন ও লেনী অ্যাপারেলস। এরপর কারখানা দুটির একটি বিক্রি করে দেয় মালিক কর্তৃপক্ষ। কারখানা বিক্রির টাকা ব্যাংকে জমা থাকলেও শ্রমিকদের বকেয়া এখনো পরিশোধ করা হয়নি। বারবার পাওনা পরিশোধের কথা বললেও তা পরিশোধ না করে তালবাহানা করছে। এর জেরে মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে বকেয়া বেতনের দাবিতে ডিইপিজেডের সামনে জড়ো হন এ দুটি কারখানার শ্রমিকরা। পরে তারা নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

সাভার, শ্রমিক, বিক্ষোভ, সড়ক অবরোধচার বছর আগের বকেয়া বেতনের দাবিতে আশুলিয়ায় মহাসড়ক অবরোধ

আন্দোলকারী শ্রমিক সেলিম মিয়া বলেন, গত ৪ বছর ধইরা বেপজা আমাদের ঘুরাইতাছে। তারা বলে টাকা দিবো। সেপ্টেম্বরের ৯ তারিখে ফোন দিয়া বলছে আন্দোলনে যোগ দিয়েন না, নভেম্বরের ৩০ তারিখে টাকা দেওয়া হবে। গতকাল আবার বলছে টাকা দিবে আরও পরে। আমাদের নির্দিষ্ট কোনো তারিখ কেন দিচ্ছে না। তারিখ না দিলে আমরা সড়ক ছাড়বো না।

এ বিষয়ে শিল্পাঞ্চল পুলিশ-১ এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সারোয়ার আলম বলেন, লেনী ফ্যাশনস ও লেনী অ্যাপারেলস কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করেছেন। এর আগেও তারা একই দাবিতে সড়ক অবরোধ করলে আমরা তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিয়েছিলাম। আজও বুঝিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

মাহফুজুর রহমান নিপু/এফএ/জেআইএম

Read Entire Article