চার বিভাগে নতুন বিভাগীয় কমিশনার

1 month ago 21

খুলনা, রাজশাহী, সিলেট ও চট্টগ্রাম বিভাগে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার (২৬ নভেম্বর) চার বিভাগের নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

খুলনার নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. ফিরোজ সরকার।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব খোন্দকার আজিম আহমেদ রাজশাহীর বিভাগীয় কমিশনার নিয়োগ পেয়েছেন। এছাড়া পদোন্নতিজনিত ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) অতিরিক্ত সচিব মো. রেজা-উন নবীকে সিলেটের বিভাগীয় কমিশনার করা হয়েছে। চট্টগ্রামের নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ পেয়েছেন স্বাস্থ্য সেবা বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. জিয়াউদ্দীন।

আরএমএম/এমএএইচ/এএসএম

Read Entire Article