দীর্ঘ চার মাস ধরে অচল হয়ে আছে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুটি লিফট। ফলে সীমাহীন দুর্ভোগে পড়েছেন রোগী ও তার স্বজনরা। বিশেষ করে যেসব রোগীরা সিঁড়ি বেয়ে উঠতে পারেন না তারা পড়েছেন বেশি বিপাকে। বারবার চিঠি দিলেও লিফট সচল করার জন্য কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতালে গিয়ে দেখা যায় যে, চতুর্থ ও পঞ্চম তলার রোগী এবং তাদের স্বজনদের সিঁড়ি বেয়ে ওঠানামা করতে হচ্ছে। ভর্তি রোগীদের মধ্যে অনেকরই সিঁড়ি বেয়ে উঠা কঠিন হয়ে পড়েছে। ফলে বাধ্য হয়ে রোগীকে কোলে করে নিয়েই উপরে উঠছেন স্বজনরা।
হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়া উপজেলা মাইছবাড়ি এলাকার আলিমুজ্জামান (৬৮) বলেন, আমার হার্টে সমস্যা। সিঁড়ি দিয়ে উপরে ওঠানামা কষ্টকর। তাই দ্রুত সময়ের মধ্যে লিফট চালুর দাবি জানাই।
কয়খা গ্রামের আওলাদ হোসেন হাওলাদার (৫৫) বলেন, এই সংকটের সমাধান দ্রুত না হলে, রোগীদের দুর্ভোগ আরও বাড়তে পারে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কুমার মৃদুল দাস বলেন, ২০২৩ সালের নভেম্বরে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে ঠিকাদারি প্রতিষ্ঠান। তখন এক বছরের রক্ষণাবেক্ষণের শর্তে নতুন পাঁচতলা ভবনে একটি লিফট লাগানো হয়।
গত বছরের (২০২৪ সালের) নভেম্বর মাসে রক্ষণাবেক্ষণের মেয়াদ শেষ হলে ঠিকাদারি প্রতিষ্ঠানের লোক কিছু না জানিয়েই চলে যায়। এরপর কিছুদিন অপারেটর ছাড়া লিফট চললেও বিভিন্ন সময়ে কোনো কারণ ছাড়াই লিফট বন্ধ হয়ে যাওয়াসহ বেশ কিছু সমস্যা দেখা দিচ্ছিলো। যার জন্য বড় ধরনের ক্ষতি এড়াতে লিফট দুটি বর্তমানে বন্ধ রাখা হয়েছে। আশা করছি খুব শিগগির লিফট চালু হবে।
জেডএইচ/এমএস