চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

3 months ago 64
মুন্সীগঞ্জের সিরাজদিখানে আলাউদ্দিন বেপারী (৩৫) নামে এক চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। গতকাল সকালে ঢাকা-মাওয়া মহাসড়কের ওভারব্রিজের নিচ থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত অটোচালক উপজেলার শেখরনগর ইউনিয়নের ঘনশ্যামপুর গ্রামের মৃত জুম্মন বেপারীর ছেলে। নিহতের বড়ভাই হালিম বেপারী বলেন, শুক্রবার বিকালে আলাউদ্দিন বেপারী প্রতিদিনের মতো অটোরিকশা নিয়ে বের হয়। রাতে তাকে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। পরদিন সকালে খবর পেয়ে ঢাকা-মাওয়া মহাসড়কের নিমতলায় একটি ওভারব্রিজের নিচে তার লাশ দেখতে পাই। ওসি খন্দকার হাফিজুর রহমান বলেন, লাশ উদ্ধার করে সুরতহাল করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ
Read Entire Article