চিকিৎসকের ওপর হামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

2 hours ago 6

ফরিদপুরে অর্থোপেডিক বিভাগের চিকিৎসক ডা. শাহিন জোয়ারদারের ওপরে হামলার ঘটনায় প্রধান আসামি ও শহর ছাত্রলীগ নেতা মুত্তাকিনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

বুধবার (১৯ মার্চ) ভোর সাড়ে ৪টায় ফরিদপুর কোতয়ালি থানায় তাকে নেওয়া হয়। এর আগে গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টায় এসআই ফাহিম ফয়সালের নেতৃত্বে পুলিশের একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় রাজধানীর মৌচাক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। 

গ্রেপ্তার মুত্তাকিন পশ্চিম খাবাসপুরের আলমগীর হোসেনের ছেলে। তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ফরিদপুর শহর শাখার কর্মী।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান এর সত্যতা নিশ্চিত করে কালবেলাকে বলেন, কোতোয়ালি থানার এসআই ফাহিম ফয়সালের নেতৃত্বে একটি দল মুস্তাকিমকে গ্রেপ্তার করে। এ ঘটনায় ছয় আসামির মধ্যে পাঁচজন গ্রেপ্তার হয়েছে।

এর আগে ২০২৪ সালের ২৪ ডিসেম্বর ছাত্রলীগ নেতা মুত্তাকিনের নেতৃত্বে কয়েকজন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রবেশ করে অর্থোপেডিক বিভাগের চিকিৎসক ডা. শাহিন জোয়ারদারের ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করে। এ ঘটনায় তখন জেলাজুড়ে প্রতিবাদের ঝড় ওঠে।

Read Entire Article