ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের আলেখারকান্দা গ্রামের একটি ফাঁকা বাড়ি থেকে হাত-পা বাঁধা অবস্থায় ওহাব মাতুব্বর (৭২) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ও ফরিদপুর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সিআইডির টিম ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার ও তদন্তকার্য চালায়।
বুধবার(৮ জানুয়ারি) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার আলেখারকান্দা গ্রামের প্রয়াত চিকিৎসক জামাল উদ্দিন খলিফার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত ওহাব মাতুব্বর দীর্ঘদিন ওই বাড়িতে কেয়ারটেকারের দায়িত্বে ছিলেন। তিনি উপজেলার তুজারপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ডাক্তার জামাল খলিফার বাড়িটি কেয়ারটেকার হিসেবে দেখাশোনা করতেন ওহাব মাতুব্বর। বাড়ির মালিক জামাল খলিফা অনেকদিন আগে মারা গেছেন। তার মৃত্যুর পর তার ৩তলার পুরো বাড়িটি ফাঁকা থাকতো। জামাল খলিফার দুই মেয়ে পরিবার নিয়ে ঢাকায় থাকেন। ফাঁকা বাড়িটি দেখভাল করার জন্য নিয়োজিত ছিলেন ওহাব মাতুব্বর। প্রতিদিন সন্ধ্যার পর বাড়িটিতে আলো গত দুই-তিন দিন ধরে বাড়িটি অন্ধকার ছিল। কারো কোনো সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীদের সন্দেহ হয়। পরে তারা কয়েকজন মই দিয়ে বাড়ির তিন তলার জানালায় উঠে দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর দেয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. আসিফ ইকবাল জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। রাতে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এ বিষয়ে পুলিশ কাজ করছে।
এন কে বি নয়ন/এফএ/এএসএম