চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান

3 hours ago 2

চিকিৎসা শেষে দেশে ফিরেছেন জাতীয়তাবাদী দল- বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য মো. শাহজাহান।

সোমবার (১৭ মার্চ) সন্ধ্যা ৬টায় একমাস ২৪ দিন পর ব‍্যাংকক ইন্টারন্যাশনাল হসপিটালে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন তিনি। 

বিষয়টি নিশ্চিত করেছেন মো. শাহজাহানের জ্যেষ্ঠ পুত্র আবু ছালেহ মো. সবুজ। তিনি জানান, তার বাবা জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য মো. শাহজাহান গত ২১ জানুয়ারি হার্টের বাল্ব, ফুসফুসের সংক্রমণ, প্রোস্টেট, কিডনি, গেস্ট্রলজি রোগে আক্রান্ত হয়ে ব‍্যাংকক ইন্টারন্যাশনাল হসপিটালে ভর্তি হন। সেখানে ডা. বিথুন পিটিগুগোলের নেতৃত্বে মোট ৮ জন ডাক্তারের সম্বন্বয়ে গঠিত টিমের অধীনে নিবিড় পরিচর্যায় হার্টের বাল্ব পরিবর্তনসহ যাবতীয় চিকিৎসা শেষে তিনি গত ৩ মার্চ হসপিটাল থেকে রিলিজ পান। 

আবু ছালেহ মো. সবুজ আরও জানান, বাবা এখন আংশিক সুস্থবোধ করছেন। সম্পূর্ণ সুস্থ হতে আরও ৩ মাস সময় লাগতে পারে। আমাদের দলীয় নেতাকর্মী, আলেম-ওলেমা, পীর-মাশায়েখসহ সর্বস্তরের জনগণের দোয়া ও আল্লাহর অশেষ মেহেরবানিতে বাবা সুস্থ হওয়ার পথে রয়েছে। দলমত নির্বিশেষে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশসহ মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন তিনি। 

দেশে ফিরে মো. শাহজাহান বর্তমানে ঢাকার নিজ বাসায় অবস্থান করছেন বলেও জানান শাহজাহান পুত্র সবুজ।

Read Entire Article