‘হেলথ কেয়ার’ তৈরি করে গ্রামের প্রতিটি ঘরে ঘরে সাধারণ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করার ঘোষণা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে দেশের কোনো রোগীকে আর হাসপাতালের বারান্দায় চিকিৎসা নিতে হবে না, বরং রোগীরা বেডে থেকেই তাদের সর্বোচ্চ সেবা পাবেন।
শনিবার (১৮ অক্টোবর) বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়িতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্পেশাল ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পল্লী চিকিৎসকদের মাধ্যমে গ্রামে চিকিৎসা দেওয়ার দৃষ্টান্ত তুলে ধরে বলেন, গ্রামের সাধারণ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে প্রতিটি পরিবারের মাকে একটি চিকিৎসা কার্ড প্রদান করা হবে। এই কার্ডের মাধ্যমে পরিবারের শিশু থেকে বৃদ্ধ সবাই চিকিৎসা সেবা নিতে পারবেন। যেভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সরকারে থাকাকালীন সময়ে গ্রামে গ্রামে পল্লী চিকিৎসকদের মাধ্যমে চিকিৎসা সেবা দিয়েছেন।
তিনি বলেন, সরকারি হাসপাতালের পাশাপাশি ভবিষ্যতে বাড়তি রোগীদের প্রাইভেট হাসপাতালেও চিকিৎসার ব্যবস্থা করা হবে, যাতে কেউ চিকিৎসা থেকে বঞ্চিত না হন।
তারেক রহমান বলেন, বিএনপি মানুষের জন্য রাজনীতি করে এবং নারীদের স্বাবলম্বী করা, শিক্ষা, বয়স্ক ভাতা, চিকিৎসা ও কৃষির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে পরিকল্পনা গ্রহণ করাই আমাদের লক্ষ্য। আমাদের উদ্যোগ নিতে হবে মানুষ যাতে কম অসুস্থ হয়। সেজন্য মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করতে হবে। মানুষের মাঝে ছড়িয়ে দিতে হবে কি করলে মানুষের ডায়াবেটিস হবে না, হৃদরোগ হবে না।
তিনি আশা প্রকাশ করেন, এই ফাউন্ডেশনের আজকের অনুষ্ঠানের মাধ্যমে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আদর্শের সৈনিকরা জনগণের সেবক হিসেবে নিজেদের গড়ে তুলতে শপথ নেবেন।
অনুষ্ঠানে জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহ-সভাপতি ও তারেক রহমানের সহধর্মিণী কার্ডিওলজিস্ট ডা. জোবাইদা রহমান বিশেষ অতিথির বক্তব্যে বলেন, মানব সভ্যতার এই ক্রান্তিলগ্নে আর্তমানবতার সেবায় প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে পারেন। তিনি আশা প্রকাশ করেন, স্বল্প সামর্থ্যে বহু মানুষকে সফলতার পথ দেখানো এই ফাউন্ডেশন আগামীতে আন্তর্জাতিক অঙ্গনেও উজ্জ্বল নক্ষত্রের মতো প্রতীয়মান হবে।
জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ আলিম ডোনারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল, ‘আমরা বিএনপি পরিবার’ এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন, ড্যাব বগুড়ার সাবেক সভাপতি অধ্যাপক ডা. মো. শাজাহান আলী, গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিলটন, বগুড়া হেলথ ক্যাম্প ম্যানেজমেন্ট উপ-কমিটির সদস্য সচিব অধ্যাপক ডা. মো. ইউনুস আলী।
অনুষ্ঠানে ঢাকা ও বগুড়া থেকে আসা প্রায় ৬০ জন বিশেষজ্ঞ চিকিৎসক প্রায় ৮ হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করেন।
এল.বি/কেএইচকে/জেআইএম