চিটাগাং কিংসের বিরুদ্ধে বরিশাশের সহজ জয়

3 hours ago 4

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসরে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ফরচুন বরিশাল চিটাগং কিংসকে ৬ উইকেটে হারিয়ে গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়েছে। চিটাগং কিংসের দেওয়া ১২২ রানের সহজ লক্ষ্য বরিশাল ১৬.৫ ওভারে পেরিয়ে যায়। ডেভিড মালানের অনবদ্য ইনিংস এবং বরিশালের বোলারদের দাপট জয়ের ভিত্তি গড়ে দেয়। 

টস জিতে বল করার সিদ্ধান্ত নেয় ফরচুন বরিশাল, এবং শুরু থেকেই তাদের বোলাররা ম্যাচে আধিপত্য বিস্তার করে। কিংসের ইনিংস মাত্র ১২১ রানে সীমাবদ্ধ থাকে। ওপেনার উসমান খান (১৯) এবং অধিনায়ক মিঠুন (৩৫) কিছুটা লড়াই করেন, তবে বাকিরা বড় ইনিংস খেলতে ব্যর্থ হন। শেষদিকে আরাফাত সানি ২৭ রান করে দলের স্কোর তিন অঙ্কে পৌঁছাতে সাহায্য করেন। 

বরিশালের বোলারদের মধ্যে রিপন মণ্ডল ৪ ওভারে ২৩ রানে ৩টি উইকেট শিকার করেন। ফাহিম আশরাফ দুর্দান্ত বোলিং করে ৪ ওভারে মাত্র ১২ রান দিয়ে ৩টি উইকেট তুলে নেন। 

১২২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ফরচুন বরিশালের শুরুটা ছিল নড়বড়ে। ওপেনার তামিম ইকবাল (৮) দ্রুত রান আউট হয়ে ফিরে যান। এরপর তৌহিদ হৃদয় (১) এবং মুশফিকুর রহিম (১১) দ্রুত আউট হন। তবে ডেভিদ মালান ক্রিজে স্থির থেকে একদিকে দলকে টেনে নেন। 

মালানের ৫৬ রানের ইনিংসটি ছিল চমৎকার, যেখানে তিনি চারটি চার এবং তিনটি ছক্কা হাঁকান। তার সঙ্গী মোহাম্মদ নবি (২৬*) কার্যকর ভূমিকা রাখেন, দুজনের অপরাজিত জুটি দলকে সহজ জয় এনে দেয়। 

 

Read Entire Article