খাবারের সন্ধানে লোকালয়ে ঢুকে পড়েছিল একটি মেছোবাঘ। চিতাবাঘ ভেবে মেছো বাঘটিকে বেঁধে রাখেন এলাকাবাসী। যা দেখতে ভিড় জমায় উৎসুক জনতা।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে বরিশাল নগরীর রূপাতলী বটতলা এলাকায় ঘটনাটি ঘটেছে।
খবর পেয়ে মেছো বাঘটি উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করে ওয়াইল্ড লাইফ অ্যানিমেল রেসকিউ টিম।
রেসকিউ টিমের প্রতিষ্ঠাতা জজ তালুকদার বলেন, বন জঙ্গল ও ধানক্ষেত না থাকায় খাবার সংকটে পড়েছে মেছোবাঘ। খাবারের সন্ধানে বটতলা এলাকার একটি পুকুর পাড়ে এসে আটকে পড়ে বাঘটি।
স্থানীয়রা আটকে শিকল ও রশি দিয়ে বেঁধে রাখে। এতে মেছোবাঘটি হিংস্র হয়ে ওঠে। মুক্ত হওয়ার জন্য ছোটাছুটি করতে গিয়ে শিকল ও নাইলনের রশিতে পা কেটে গেছে বাঘটির।
এদিকে বাঘটি বন বিভাগের হেফাজতে রেখে ভেটেরিনারি সার্জনের মাধ্যমে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সামাজিক বন বিভাগ বরিশাল সদর রেঞ্জ কর্মকর্তা আরিফুর রহমান। তিনি বলেন, চিকিৎসাসেবা দিয়ে মেছো বাঘটিকে সুস্থ করে তোলা হচ্ছে। সে এখন অনেকটা সুস্থ। পুরোপুরি সুস্থ হলে মেছো বাঘটিকে বনে অবমুক্ত করা হবে।
মেছোবাঘ মানুষের ক্ষতিকারক প্রাণী নয় জানিয়ে এ কর্মকর্তা বলেন, কোনো প্রাণীই মানুষের ওপর অকারণে আক্রমণ করে। আর মেছোবাঘ তেমনই। এ ধরনের প্রাণীকে আঘাত না করে তাদের বন বিভাগের কাছে হস্তান্তরের আহ্বান জানিয়েছেন তিনি।

13 hours ago
10









English (US) ·