চিন্ময় দাসের গ্ৰেফতারে পশ্চিমবঙ্গের বিধানসভায় বিজেপির বিক্ষোভ

1 month ago 18

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতারের প্রতিবাদে পশ্চিমবঙ্গের বিধানসভায় বিক্ষোভ করেছে বিজেপি।

চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর ছবি লাগানো প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দিতে দিতে বিধানসভার বাইরে বেড়িয়ে আসেন বিজেপির বিধায়করা। সেই পোষ্টারে লেখা, চিন্ময় মহাপ্রভুর নিঃশর্ত মুক্তি চাই।

হিন্দু সন্ন্যাসীর এই গ্ৰেফতার নিয়ে বাংলাদেশের ইউনূস সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এছাড়াও বাংলাদেশ ডেপুটি হাইকমিশন ঘেরাও করবে বলেও জানিয়েছেন বিরোধী দলনেতা।

এদিকে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতার ও জামিন নামঞ্জুরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে একটি বিবৃতি জারি করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশি কর্তৃপক্ষের কাছে হিন্দুসহ অন্যান্য সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছে।

ডিডি/এমএসএম

Read Entire Article