চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

3 days ago 5
সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র শ্রীপাদ চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদ ও তার মুক্তির দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সনাতনী শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেল সাড়ে চারটায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন সড়কে মানববন্ধন করেন তারা। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে প্রধান ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়ক যান। পরে ৪টা ৪৫ মিনিট হতে ৫টা পর্যন্ত মহাসড়কের উভয় লেন অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এতে যানজটের সৃষ্টি হয়।  এ সময় তারা সনাতনীদের ৮ দফা দাবি বাস্তবায়ন, সারাদেশে সনাতনীদের শান্তিপূর্ণ বিক্ষোভে হামলার প্রতিবাদ ও হামলাকারীদের বিচারের দাবি জানান।  বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা ‘চিন্ময় প্রভুর কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে’, ‘তুমি কে আমি কে, সনাতনী সনাতনী’, ‘কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপ দাদার’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।  মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব ইনফরমেশন টেকনোলজির ৫০তম ব্যাচের শিক্ষার্থী সুকান্ত বর্মন বলেন, গণঅভ্যুত্থানের পর সারাদেশে সংখ্যালঘুদের ওপর হামলা করা হয়েছে। বলা হচ্ছে,  শুধুমাত্র রাজনৈতিক হিন্দুদের ওপর হামালা হয়েছে। কিন্তু বাস্তবিকভাবে অরাজনৈতিক হিন্দুদের ওপরও হামলা করা হয়েছে। আমরা যখনই আমাদের অধিকার আদায়ের কথা বলি, তখনই আমাদের কোনো একটি বিশেষ দেশের দালাল বলা হয়। আমরা যখনই আন্দোলন করেছি আমাদেরকে বিভিন্নভাবে ট্যাগ দিয়ে আন্দোলনকে দমানোর চেষ্টা করা হয়েছে। আমরা কোনো দেশের দালাল না। এদেশের সনাতনীরা সারাজীবনের জন্য এদেশে থাকতে চায়।  তিনি আরও বলেন, আমরা যখন চিন্ময় দাসের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়েছি তখনই এদেশের প্রশাসন তার বিরুদ্ধে মামলা করেছে। এটি একটি ভিত্তিহীন মামলা বলে আমরা মনে করি। ভিত্তিহীন মামলায় গতকাল (সোমবার) চিন্ময় দাসকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা আজকে এক দফা দাবিতে দাঁড়িয়েছি। শুধুমাত্র এক চিন্ময় যদি কারাগারে থাকে তাহলে এদেশের সকল সনাতনী স্বেচ্ছায় কারাগার বরণ করে নেবে তবুও তাদের এই একদফা আদায় করে ছাড়বে। 
Read Entire Article