রাষ্ট্রদ্রোহ মামলায় কারান্তরীণ থাকা সম্মিলিত সনাতনী নাগরিক জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের শাস্তি দাবিতে চট্টগ্রামে মানববন্ধন করেছে শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ স্মৃতি পরিষদ। একই সঙ্গে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও বিচার নিশ্চিতের দাবি জানান তারা।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) নগরীর জামালখান এলাকায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট মো. আনিসুল ইসলাম। অ্যাডভোকেট মো. নওশাদ আলীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন অ্যাডভোকেট মো. জমির উদ্দীন, অ্যাডভোকেট জিয়াউর রহমান, এস এম মামুন, রমিজ উদ্দিন আনসারী, মো. ইউনুস, আব্দুল মজিদ, মুজিবুর রহমান, কামরুল ইসলাম, আমজাদ হোসেন, মো. শহিদ উল্লাহ তালুকদার, মাওলানা মো. ফারুক, নজরুল ইসলাম প্রমুখ।
- আরও পড়ুন
জামিন পেলেন না চিন্ময় দাস, শুনানিতে ১১ আইনজীবী
সারজিসের আশ্বাসে সড়ক ছাড়লেন গণঅভ্যুত্থানে আহতরা
মানববন্ধনে বক্তারা বলেন, অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডে চিন্ময় দাসের উসকানি ছিল। আদালত প্রাঙ্গণ থেকে কারাগারে নেওয়ার পথে পুলিশের প্রিজনভ্যান থেকে বক্তব্য দেন চিন্ময়। সেখানে তার সমর্থকদের উসকানি দিয়ে বক্তব্য রাখে তিনি। এরপর সন্ত্রাসীরা সাইফুল ইসলাম আলিফকে ধরে নিয়ে কুপিয়ে হত্যা করে। ওইদিন তারা কোর্টহিল জামে মসজিদে হামলা, গাড়ি ভাঙচুর ও অনেক মানুষকে আহত করে। আদালত প্রতিষ্ঠার দীর্ঘ ১৩১ বছরের মধ্যে এরকম জঘন্য ঘটনা আর কখনো ঘটেনি।
বক্তারা আরও বলেন, চিন্ময় কৃষ্ঞ দাসকে আদালতে তোলা ও কারাগারে পাঠানোর সময় ইসকন সদস্যরা নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে। কিন্তু এখনো এই সন্ত্রাসীরা প্রকাশে ঘুরে বেড়াচ্ছে। শহীদ সাইফুল ইসলাম আলিফের খুনিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।
এমডিআইএইচ/কেএসআর