চীনা দূতাবাস কর্তৃক আউটস্ট্যান্ডিং প্রমোশনাল পার্টনার অ্যাওয়ার্ড প্রদান

3 months ago 44

ঢাকাস্থ চীনা দূতাবাস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ-চায়না এলামনাইকে (অ্যাবকা) আউটস্ট্যান্ডিং প্রমোশনাল পার্টনার অ্যাওয়ার্ড প্রদান করেছেন। গুলশানের রেনেসাঁ হোটেলে চায়না দূতাবাসের আয়োজনে চাইনিজ কালচারাল নাইটে এ এওয়ার্ড প্রদান করা হয়।

চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন অ্যাবকা সভাপতি সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদের হাতে এই অ্যাওয়ার্ড তুলে দেন। 

অনুষ্ঠানে এই সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক  সৈয়দ জামিল আহমেদ, অ্যাবকার সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. সাহাবুল হক, অ্যাবকার যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মো. আবু কাওছার স্বপন,অ্যাবকার সাংস্কৃতিক সম্পাদক নুজহাত ফারহানা, সমাজসেবা সম্পাদক জান্নাতুন নাহার, কার্যনির্বাহী সদস্য প্রফেসর ড. মোহাম্মদ মুজাহিদুল ইসলাম। 

এছাড়াও উপস্থিত ছিলেন চীনা দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনসহ গণমাধ্যমের গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

উল্লেখ্য, চায়নাতে পড়াশোনা করা সাবেক শিক্ষার্থীদের সংগঠন অ্যাবকা দীর্ঘদিন যাবত বিভিন্ন সমাজসেবামূলক কাজের পাশাপাশি বাংলাদেশ-চায়নার সসম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

Read Entire Article