চীনা রাষ্ট্রদূতের সঙ্গে জামায়াত নেতাদের বৈঠক

2 hours ago 5

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতারা। সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় বারিধারার চীনা রাষ্ট্রদূতের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। তবে এ বিষয়ে উভয় পক্ষ আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি।

বৈঠকে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মু. তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ, ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল ও ঢাকা মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিন খান উপস্থিত ছিলেন।

জানতে চাইলে জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ কালবেলাকে বলেন, সোমবার সন্ধ্যায় বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক হয়েছে। সেখানে দুই দেশের বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়েছে।

Read Entire Article