চীনে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

2 hours ago 4

চীন প্রতিনিধি

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বৃহত্তর চীন শাখার উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। শনিবার (৭ নভেম্বর) চীনের গুয়াংজু শহরে এ সভা অনুষ্ঠিত হয়।

আসিফ হক রুপুর সঞ্চালনায় অনুষ্ঠিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিএনপির বৃহত্তর চীন শাখার নেতা মো. সাখাওয়াত হোসেন কানন।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন শাখার নেতা শেখ মাহবুবুর রশীদ, ওয়ালী উল্লাহ ওয়ালী, হাসমত আলী মৃধা জেমস, এস. এম. আল-আমিন, সালাউদ্দিন রিক্তা এবং এস. এ. শাহীন মল্লিক।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য স্মরণ করে শহীদ জিয়াউর রহমানসহ সব শহীদের আত্মার মাগফেরাত কামনা করেন।

অনুষ্ঠিত এ সভায় চীনে বসবাসরত বাংলাদেশি নাগরিক, বিএনপির অনেক নেতাকর্মী ও সমর্থক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

এমআরএম/জেআইএম

Read Entire Article