চীনের জে-১০সি যুদ্ধবিমানের জয়জয়কার

3 months ago 14

ভারতের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার জবাবে পাকিস্তান যে পাল্টা সামরিক প্রতিক্রিয়া জানিয়েছে, তাতে চীনের তৈরি জে-১০সি যুদ্ধবিমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে দেশটির সামরিক সূত্র দাবি করেছে।

জিও নিউজ ও ডনের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার ভোরে ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তান, যার মধ্যে তিনটি ছিল অত্যাধুনিক রাফায়েল জেট। এ হামলায় পাকিস্তান তাদের সর্বাধুনিক চীনা প্রযুক্তিনির্ভর জে-১০সি জেট ব্যবহার করে।

বিশ্লেষকরা বলছেন, এই ঘটনায় প্রমাণ মিলেছে, পাকিস্তানের বিমানবাহিনী এখন চীনের উন্নত প্রযুক্তি ব্যবহার করে ভারতের রাফায়েলের মতো ‘৪.৫ জেনারেশন’ যুদ্ধবিমান মোকাবিলায় সক্ষম।

পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ বলেন, ‘আমরা চাইলে আরও ১০টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করতে পারতাম। কিন্তু আমরা সংযম দেখিয়েছি।’

চীনা নির্মিত জে-১০সি হচ্ছে এক ইঞ্জিন বিশিষ্ট, মাল্টিরোল যুদ্ধবিমান যা অত্যাধুনিক রাডার ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেমে সজ্জিত। এটি নজরদারি, আকাশ থেকে আকাশে ও আকাশ থেকে স্থল হামলার ক্ষমতা রাখে।

বিশ্লেষকরা এটিকে ভারত-চীন সামরিক প্রযুক্তির প্রতিদ্বন্দ্বিতার প্রকাশ হিসেবেও দেখছেন। কেউ কেউ বলছেন, রাফায়েল বনাম জে-১০সি লড়াই ছিল চীনা ও পশ্চিমা প্রযুক্তির বাস্তব পরীক্ষার মঞ্চ।

একজন মার্কিন সামরিক বিশ্লেষক সিএনএন-কে বলেন, “যদি সত্যিই রাফায়েল ধ্বংস হয়ে থাকে, তবে এটি শুধু ভারতের নয়, পশ্চিমা প্রযুক্তির জন্যও এক চরম ধাক্কা। একইসাথে এটি প্রমাণ করে চীন এখন সত্যিকার অর্থেই অত্যাধুনিক সামরিক প্রযুক্তি তৈরি করছে।”

চীনের তৈরি জে-১০সি ব্যবহার করে পাকিস্তানের এই সফল প্রতিক্রিয়া দক্ষিণ এশিয়ায় সামরিক ভারসাম্যের নতুন দিগন্ত উন্মোচন করছে বলেও মন্তব্য করেন কূটনৈতিক বিশ্লেষকরা।

Read Entire Article