চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গুইঝৌ প্রদেশের একটি গ্রামীণ অঞ্চলে ভূমিধসের ঘটনায় অন্তত ২১ জন নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার (২২ মে) সকালে স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
ভূমিধসের ঘটনায় গুইঝৌ প্রদেশের ছিংইয়াং গ্রামের আটটি পরিবারকে সরাসরি ক্ষতিগ্রস্ত করেছে, যেখানে অন্তত ১৯ জন আটকে পড়েছেন। একইসঙ্গে পাশের চাংশি টাউনশিপ এলাকাতেও আরেকটি ভূমিধস হয়েছে।
রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে, উদ্ধারকাজে সহায়তার জন্য গুইঝৌর পিপলস লিবারেশন আর্মি এবং স্থানীয় মিলিশিয়া বাহিনী মোট ১২০ জন উদ্ধারকর্মী পাঠিয়েছে। পাশাপাশি ৬০ জন পুলিশও মোতায়েন করা হয়েছে।
একজন স্থানীয় বাসিন্দা রাষ্ট্রীয় গণমাধ্যমকে জানিয়েছেন, ঘটনার আগের রাতজুড়ে টানা বৃষ্টি হয়েছে। ড্রোন ফুটেজে দেখা গেছে, সবুজ পাহাড়ি ঢালের মধ্য দিয়ে একটি বিশাল ধস নামা মাটির অংশ ছড়িয়ে পড়েছে।
উদ্ধারকাজ এখনও চলছে এবং নিখোঁজদের সন্ধানে তৎপরতা জোরদার করা হয়েছে।
সূত্র: এপি
এমএসএম