চীনের পিআইএফআই পুরস্কার পেলেন হাবিপ্রবি উপাচার্য

2 weeks ago 10

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. এনামউল্যা চাইনিজ একাডেমি অব সায়েন্সেসের (Chinese Academy of Sciences-CAS) অধীনে ২০২৫ সালের জন্য মর্যাদাপূর্ণ প্রেসিডেন্টস ইন্টারন্যাশনাল ফেলোশিপ ইনিশিয়েটিভ (পিআইএফআই) পুরস্কার অর্জন করেছেন। রসায়ন বিষয়ে শিক্ষা ও গবেষণায় অসামান্য অবদান রাখায় তিনি এ পুরস্কার লাভ করেন।

প্রেসিডেন্টস ইন্টারন্যাশনাল ফেলোশিপ ইনিশিয়েটিভ (পিআইএফআই) হলো একটি উচ্চ মর্যাদাপূর্ণ পুরস্কার, যা চাইনিজ একাডেমি অব সায়েন্সেস কর্তৃক বিশ্বব্যাপী গবেষক ও বিজ্ঞানীদের জন্য প্রদান করা হয়। চাইনিজ একাডেমি অব সায়েন্সেস চীন সরকারের সর্বোচ্চ বৈজ্ঞানিক গবেষণা প্রতিষ্ঠান এবং বিশ্বের অন্যতম প্রধান গবেষণা সংস্থা, যা ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত হয় এবং বর্তমানে চীনের বিজ্ঞান ও প্রযুক্তি উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করছে।

অধ্যাপক ড. মো. এনামউল্যা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ থেকে বিএসসি ও এমএসসি ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৯৪ সালে অস্ট্রিয়ার ভিয়েনা টেকনিক্যাল ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন এবং পরবর্তী সময়ে বিশ্বের বিভিন্ন শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ে গবেষণা ও শিক্ষকতা করেছেন। তিনি বর্তমানে পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ গবেষণায় অংশগ্রহণ করছেন এবং তার গবেষণার ফলস্বরূপ ৮৫টি পেপার বিখ্যাত পিয়ার রিভিউ জার্নালে প্রকাশিত হয়েছে।

Read Entire Article