চীনের সংবেদনশীল এলাকা ব্যবহারে লবিং করছে এয়ার ইন্ডিয়া
ভারতীয় বিমান সংস্থাগুলোর জন্য পাকিস্তানের আকাশসীমা বন্ধ হওয়ায় দূরপাল্লার ফ্লাইটগুলোতে অতিরিক্ত সময় ও জ্বালানি খরচ বেড়েছে ব্যাপকভাবে। এই পরিস্থিতিতে আর্থিক ক্ষতি কমাতে ভারতের জাতীয় পতাকাবাহী সংস্থা এয়ার ইন্ডিয়া চীনের শিনজিয়াং অঞ্চলের সংবেদনশীল সামরিক আকাশসীমা ব্যবহারের অনুমতি পাওয়ার জন্য ভারত সরকারের কাছে লবিং করছে। বার্তা সংস্থা রয়টার্সের হাতে আসা এক দাপ্তরিক নথিতে এমন তথ্য উঠে এসেছে। এয়ার ইন্ডিয়ার দাবি, পাকিস্তানের আকাশসীমা বন্ধ থাকায় যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউরোপমুখী রুটগুলোতে ফ্লাইটের সময় তিন ঘণ্টা পর্যন্ত বেড়ে যাচ্ছে। এতে জ্বালানি ব্যয় প্রায় ২৯ শতাংশ বেড়েছে এবং এর ফলে বছরে প্রায় ৪৫ কোটি ৫০ লাখ ডলার লোকসানের ঝুঁকি তৈরি হয়েছে। সংস্থাটির মতে, শিনজিয়াংয়ের হোতান-মুখী বিকল্প রুট ব্যবহার করা গেলে এই ক্ষতি উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। আরও পড়ুন>>পাকিস্তানের আকাশসীমায় ঢুকতে পারবে না ভারতীয় প্লেনপাকিস্তানের পদক্ষেপে বিপাকে ভারতের এয়ারলাইনসগুলোপাকিস্তানের আকাশসীমা বন্ধ/ ওয়াশিংটনের ফ্লাইট বাতিলে বাধ্য হলো এয়ার ইন্ডিয়া চীনের শিনজিয়াং অঞ্চলে হোতান, কাশগর ও উরুমচি এলাকার আকাশপথ
ভারতীয় বিমান সংস্থাগুলোর জন্য পাকিস্তানের আকাশসীমা বন্ধ হওয়ায় দূরপাল্লার ফ্লাইটগুলোতে অতিরিক্ত সময় ও জ্বালানি খরচ বেড়েছে ব্যাপকভাবে। এই পরিস্থিতিতে আর্থিক ক্ষতি কমাতে ভারতের জাতীয় পতাকাবাহী সংস্থা এয়ার ইন্ডিয়া চীনের শিনজিয়াং অঞ্চলের সংবেদনশীল সামরিক আকাশসীমা ব্যবহারের অনুমতি পাওয়ার জন্য ভারত সরকারের কাছে লবিং করছে। বার্তা সংস্থা রয়টার্সের হাতে আসা এক দাপ্তরিক নথিতে এমন তথ্য উঠে এসেছে।
এয়ার ইন্ডিয়ার দাবি, পাকিস্তানের আকাশসীমা বন্ধ থাকায় যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউরোপমুখী রুটগুলোতে ফ্লাইটের সময় তিন ঘণ্টা পর্যন্ত বেড়ে যাচ্ছে। এতে জ্বালানি ব্যয় প্রায় ২৯ শতাংশ বেড়েছে এবং এর ফলে বছরে প্রায় ৪৫ কোটি ৫০ লাখ ডলার লোকসানের ঝুঁকি তৈরি হয়েছে। সংস্থাটির মতে, শিনজিয়াংয়ের হোতান-মুখী বিকল্প রুট ব্যবহার করা গেলে এই ক্ষতি উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব।
আরও পড়ুন>>
পাকিস্তানের আকাশসীমায় ঢুকতে পারবে না ভারতীয় প্লেন
পাকিস্তানের পদক্ষেপে বিপাকে ভারতের এয়ারলাইনসগুলো
পাকিস্তানের আকাশসীমা বন্ধ/ ওয়াশিংটনের ফ্লাইট বাতিলে বাধ্য হলো এয়ার ইন্ডিয়া
চীনের শিনজিয়াং অঞ্চলে হোতান, কাশগর ও উরুমচি এলাকার আকাশপথটি পাহাড়বেষ্টিত এবং সংবেদনশীল সামরিক জোন হিসেবে পরিচিত। এটি চীনের পিপলস লিবারেশন আর্মির ওয়েস্টার্ন থিয়েটার কমান্ডের অধীনে, যেখানে ক্ষেপণাস্ত্র, ড্রোন ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন রয়েছে। এই এলাকায় জরুরি অবতরণ সুবিধাও সীমিত এবং নিরাপত্তাজনিত কারণে আন্তর্জাতিক বিমান সংস্থাগুলো এই রুট এড়িয়ে চলে।
শিনজিয়াং রুটে অনুমতি চাইতে ভারত সরকার কূটনৈতিকভাবে উদ্যোগ নেবে কি না, তা এখনো পরিষ্কার নয়। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তারা এ বিষয়ে কিছু জানে না এবং ‘প্রাসঙ্গিক কর্তৃপক্ষের’ সঙ্গে যোগাযোগ করতে বলেছে।
আরও পড়ুন>>
ভারতে ছাত্রাবাসের ওপর প্লেন বিধ্বস্ত, মৃতের সংখ্যা বেড়ে ২৯০
এয়ার ইন্ডিয়ার প্লেন দুর্ঘটনার রহস্য আরও জটিল করলো ককপিটের অডিও
ভারতে এয়ার ইন্ডিয়ার প্লেন দুর্ঘটনায় দোষারোপের লড়াই, দোষ আসলে কার?
পাকিস্তান ২০২৪ সালের এপ্রিল থেকে ভারতীয় বিমান সংস্থাগুলোর জন্য তাদের আকাশসীমা বন্ধ করে রেখেছে। এর ফলে এয়ার ইন্ডিয়ার কিছু সরাসরি রুট যেমন দিল্লি-ওয়াশিংটন বাতিল হয়েছে, আবার মুম্বাই ও বেঙ্গালুরু থেকে সান ফ্রান্সিসকো গন্তব্যের রুটগুলো তিন ঘণ্টা বেশি সময় ও প্রযুক্তিগত বিরতির কারণে ‘অকার্যকর’ হয়ে উঠছে।
ব্যবসায়িক ক্ষতির পাশাপাশি কর-সংক্রান্ত পুরোনো দাবির টানাপড়েনও বাড়ছে। টাটা গ্রুপ ও সিঙ্গাপুর এয়ারলাইনসের মালিকানাধীন এয়ার ইন্ডিয়া দাবি করেছে, পুরোনো কর দায় নিয়ে সরকারের সঙ্গে ‘ডিসইনভেস্টমেন্ট’ চুক্তির আশ্বাস সত্ত্বেও এখনো ৭ কোটি ২৫ লাখ ডলারের কর দাবি ঝুলে আছে, যা আইনি ও ভাবমূর্তির ঝুঁকি সৃষ্টি করছে।
আরও পড়ুন>>
ভারতে প্লেন দুর্ঘটনা: প্রশ্নের মুখে এয়ার ইন্ডিয়ার সুরক্ষা
প্লেন দুর্ঘটনার পর অফিসে পার্টি, এয়ার ইন্ডিয়া ভেঞ্চারের ৪ শীর্ষকর্তা বরখাস্ত
এয়ার ইন্ডিয়ার ড্রিমলাইনারে ফের গোলযোগ, মাঝআকাশ থেকেই ফিরলো প্লেন
বিশেষজ্ঞদের ধারণা, শিনজিয়াংয়ের মতো সংবেদনশীল সামরিক আকাশপথ চীনের অনুমোদন পাওয়া কঠিন। তবে ভারত যদি কূটনৈতিকভাবে শক্তিশালী আলোচনা চালাতে পারে, তাহলে সীমিত জরুরি রুট ব্যবহারের কিছু সুযোগ পাওয়া যেতে পারে।
কেএএ/
What's Your Reaction?