প্রাইম ইউনিভার্সিটির ৩য় সমাবর্তন অনুষ্ঠিত
প্রাইম ইউনিভার্সিটির ৩য় সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ সমাবর্তনটি অনুষ্ঠিত হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) -এর জ্বালানি উপদেষ্টা অধ্যাপক ড. এম শামসুল আলম সমাবর্তন বক্তা হিসেবে অনুষ্ঠানে বক্তৃতা করেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ দেশবরেণ্য ব্যক্তিবর্গ এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সমাবর্তন অনুষ্ঠানের সভাপতি বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষাদানের মান মূল্যায়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। সর্বাধুনিক পাঠ্যসূচি, পর্যাপ্ত পাঠাগার ও ল্যাবরেটরি সুবিধাসহ শিক্ষার অনুকূল পরিবেশ তৈরির জন্য শিক্ষকমণ্ডলীসহ সংশ্লিষ্ট সবার প্রতি তিনি উদাত্ত আহ্বান জানান। অনুষ্ঠানে প্রাইম বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আনোয়ার কামাল পাশা, উপাচার্য প্রফেসর ড. কাজী দীন মোহাম্মদ খসরু এবং উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) ও কোষাধ্যক্ষ প্রফেসর ড. আবদুর রহমান
প্রাইম ইউনিভার্সিটির ৩য় সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ সমাবর্তনটি অনুষ্ঠিত হয়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) -এর জ্বালানি উপদেষ্টা অধ্যাপক ড. এম শামসুল আলম সমাবর্তন বক্তা হিসেবে অনুষ্ঠানে বক্তৃতা করেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ দেশবরেণ্য ব্যক্তিবর্গ এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সমাবর্তন অনুষ্ঠানের সভাপতি বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষাদানের মান মূল্যায়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। সর্বাধুনিক পাঠ্যসূচি, পর্যাপ্ত পাঠাগার ও ল্যাবরেটরি সুবিধাসহ শিক্ষার অনুকূল পরিবেশ তৈরির জন্য শিক্ষকমণ্ডলীসহ সংশ্লিষ্ট সবার প্রতি তিনি উদাত্ত আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রাইম বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আনোয়ার কামাল পাশা, উপাচার্য প্রফেসর ড. কাজী দীন মোহাম্মদ খসরু এবং উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) ও কোষাধ্যক্ষ প্রফেসর ড. আবদুর রহমান বক্তৃতা করেন।
বিশ্ববিদ্যালয়ের ৩য় সমাবর্তন অনুষ্ঠানে ৭২৮৯ জন গ্র্যাজুয়েটকে ডিগ্রি প্রদান করা হয় এবং কৃতিত্বপূর্ণ ফলাফলের স্বীকৃতিস্বরূপ ২১ জন গ্র্যাজুয়েটকে পদক প্রদান করা হয়।
What's Your Reaction?