শিখর পাহাড়িয়ার সঙ্গে প্রেম করছেন জাহ্নবী কাপুর-বলিউডে এমন গুঞ্জন চলছে বহুদিন ধরে। একসঙ্গে নানা যায়গায় দেখা গেছে এই জুটিকে- হোক সে মন্দির, পূজা বা পার্টি। এ নিয়ে কখনও টু শব্দটি করেননি শ্রীদেবী কন্যা। তবে আদর করে শিখর পাহাড়িয়াকে যে তিনি শিখু বলে ডাকেন, তা একবার মুখ ফসকে বলে ফেলেছিলেন কফি উইথ করণের এক পর্বে, বোন খুশিতে সাথে নিয়ে সেই পর্বে অংশ নিয়েছিলেন তিনি।
এবার এই জুটি একসঙ্গে পৌঁছে গেছেন কান... বিস্তারিত