চুয়াডাঙ্গায় অপহৃত স্কুলছাত্রী ৬ মাস পর উদ্ধার

2 months ago 31
চুয়াডাঙ্গায় অপহৃত এক স্কুলছাত্রীকে ৬ মাস পর উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৮ নভেম্বর) সকালে দর্শনা থানা পুলিশ চুয়াডাঙ্গা শহরের একটি ভাড়া বাসা থেকে তাকে উদ্ধার করে। মামলার তদন্তকারী কর্মকর্তা দর্শনা থানার এসআই ফাহিম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়,  অপহৃত স্কুলছাত্রী দর্শনা থানার অন্তর্গত ডিহিকৃষ্ণপুর গ্রামের আ. হামিদ মিয়ার মেয়ে ও স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী। চলতি বছরের মে মাসে বিদ্যালয়ে যাওয়ার পথে একই গ্রামের রেজাউল ইসলামের ছেলে নাজিম হোসেন (২০) তাকে অপহরণ করে নিয়ে যায়।  এ বিষয়ে গত ১৯ মে মেয়ে অপহরণ হয়েছে দাবি করে আ. হামিদ মিয়া দর্শনা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। অবশেষে পুলিশের তথ্য প্রযুক্তির মাধ্যমে সোমবার ভোরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের পাশে একটি ভাড়া বাড়ি থেকে স্কুল ছাত্রীকে উদ্ধার করে। দর্শনা থানার ওসি শহীদ তিতুমীর জানান, স্কুলছাত্রীকে উদ্ধার করে সোমবার দুপুরে আদালতে মাধ্যমে ডাক্তরি পরীক্ষা শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Read Entire Article