চুরি হওয়া দুটি ম্যাকাওয়ের একটি উদ্ধার, বিক্রি হয়েছিল ৪০ হাজারে

1 month ago 33

গাজীপুরের শ্রীপুরে সাফারি পার্ক থেকে চুরি হওয়া দুটি ম্যাকাউ পাখির একটি উদ্ধার হয়েছে। টঙ্গীর পাখির মার্কেট এলাকায় অভিযান চালিয়ে এটি উদ্ধার করা হয়।

রোববার (২৪ নভেম্বর) সকালে পাখি চুরির বিষয়টি নিশ্চিত করেন সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম।

তিনি বলেন, শুক্রবার রাতে পাখিশালার নেট কেটে দুটি ম্যাকাউ চুরি হয়। বিষয়টি জানার পর টঙ্গীর পাখির মার্কেট এলাকায় অভিযান চালিয়ে একটি পাখি উদ্ধার করা হয়।

এ ঘটনায় সাফারি পার্কের বন্যপ্রাণী পরিদর্শক রাজু আহমেদ বাদী হয়ে শ্রীপুর থানায় অজ্ঞাত চোরদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ২২ নভেম্বর রাতে পার্কের পাখিশালার নেট কেটে দুটি গ্রিন উইং ম্যাকাউ চুরি হয়। পাখি দুটির আনুমানিক বাজার মূল্য ৮ লাখ টাকা। পরদিন ২৩ নভেম্বর ভোরে কর্মচারীরা বেষ্টনী পরিষ্কার করতে গিয়ে নেট কাটা দেখতে পেয়ে পাখি গণনা করেন। এসময় দুটি পাখি কম দেখা যায়।

jagonews24

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হাসান বলেন, অভিযোগের পরই তথ্যপ্রযুক্তির সহায়তায় এক ব্যক্তিকে শনাক্ত করা হয়। পরবর্তীতে তার বিষয়ে খোঁজ নিয়ে ওইদিনই টঙ্গী বাজার এলাকার সেনা কল্যাণ রোডে পাখি বেচাকেনার মার্কেটে অভিযান চালানো হয়। পরবর্তীতে একটি পাখি বিক্রির দোকান থেকে চুরি যাওয়া ম্যাকাউ উদ্ধার করা হয়। পাখিটি মাত্র ৪০ হাজার টাকায় বিক্রি করা হয়েছিল বলে জানান দোকান মালিক।

সাফারি পার্কের বন্যপ্রাণী পরিদর্শক রাজু আহমেদ বলেন, পাখিটির মুখে স্কচটেপ পেঁচিয়ে ধস্তাধস্তি করে বের করে নিয়ে যাওয়ায় অসুস্থ হয়ে পড়েছে। বর্তমানে তার চিকিৎসা চলছে।

ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) শারমিন আক্তার বলেন, বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের সহায়তায় টঙ্গী বাজার এলাকায় অভিযান চালিয়ে একটি পাখি উদ্ধার করা হয়েছে। আমরা চোরকে শনাক্ত করতে পেরেছি। তাকে গ্রেফতারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ করেছি। তবে আমাদের ধারণা অপর পাখিটি হয়তো বেঁচে নেই।

তিনি আরও বলেন, এ ঘটনায় কারো অবহেলা বা গাফিলতি আছে কি না তা খতিয়ে দেখা হবে। সবশেষ সাফারি পার্কে এখনো ২৭টি ম্যাকাউ আছে।

মো. আমিনুল ইসলাম/জেডএইচ/জেআইএম

Read Entire Article