চুরির মামলার হাজিরার টাকা জোগাতে ফের চুরি, অতঃপর...

7 hours ago 4
সিরাজগঞ্জের তাড়াশে চুরির মামলায় হাজিরা দেওয়ার টাকা জোগাতে আবারও চুরি করতে গিয়ে জনতার হাতে আটক হয় এক কিশোর। সোমবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে বিনোদপুর গ্রামের সানোয়ার হোসেন বাড়িতে এ ঘটনা ঘটে।  আটককৃত নয়ন ইসলাম (১৮) উপজেলার বস্তুল গ্রামের জিল্লুর রহমানের ছেলে। স্থানীয়রা জানায়, সানোয়ার হোসেনের বাড়িতে লোক না থাকায় গেটের তালা খুলে বাড়ির ভেতরে প্রবেশ করে চোর। ইতোমধ্যে সানোয়ার হোসেন বাড়িতে এসে দেখে বাড়ির বাইরের গেটের তালা খোলা, ভেতরে শব্দ হচ্ছে। চোর ঢুকছে বুঝতে পেরে তিনি চিৎকার করতে থাকেন। এ সময় স্থানীয় জনতা ছুটে আসে। পরে নয়ন ইসলাম দৌড়ে পালানোর চেষ্টা করে। পেছন থেকে ধাওয়া দিয়ে আটক করে গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রাখে স্থানীয় লোকজন। খবর পেয়ে তাড়াশ থানার পুলিশ এসে চোর নয়ন ইসলামকে আটক করে নিয়ে যায়। আটক নয়ন ইসলাম দাবি করেন, আদালতে চুরির মামলার হাজিরা আছে। সেই হাজিরার টাকা জোগাড় করতেই সে আবারও চুরি করতে এসেছিল। ভুক্তভোগী সানোয়ার হোসেন বলেন, আমার বাড়িতে চুরির চেষ্টা করছিল ওই ছেলে। তাকে আটক করে পুলিশে দিয়েছি। তবে তাকে কোনো নির্যাতন বা মারপিট করা হয়নি। এ বিষয়ে তাড়াশ থানার ওসি মো. জিয়াউর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে চোরকে আটক করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীদের খবর দেওয়া হয়েছে। ওনারা এসে মামলা দিলে আটক চোরকে আদালতে পাঠানো হবে।  
Read Entire Article