চুরির শাস্তি শীতের রাতে পুকুরে কান ধরে ২০ ডুব

বরিশাল নগরীর প্রাণকেন্দ্র সদর রোডে অনেক দিন ধরেই ঘটে আসছিল মোটরসাইকেলের হেলমেট চুরির ঘটনা। অবশেষে সেই চোরকে হাতেনাতে ধরেছে স্থানীয়রা। তবে মারধর করা হয়নি চোরকে; বরং শাস্তিস্বরূপ শীতের রাতে পুকুরে নেমে কান ধরে টানা ২০টি ডুব দিতে হয়েছে তাকে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে বরিশাল নগরীর সদর রোডের বিবির পুকুর পাড় এলাকায় ঘটনাটি ঘটে। ভুক্তভোগী চোর ইউসুফ বরিশালের উজিরপুর সদর উপজেলার মশাং গ্রামের বাসিন্দা বলে দাবি করেছেন। তবে তিনি নগরীর সাগরদি এলাকায়ক বসবাস করে বলে জানান। ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরেই সদর রোডে মোটরসাইকেলের হেলমেট চুরির ঘটনা ঘটছে। সদর রোড বিবির পুকুরের আশপাশে মোটরসাইকেল রাখার পাঁচ মিনিটের মধ্যেই দামি হেলমেটগুলো চুরি হয়ে যায়। তারা জানান, মঙ্গলবার রাতে সদর রোডে পার্ক করা একটি মোটরসাইকেলের হেলমেট চুরি করছিল ইউসুফ নামের ওই চোর। তখন তাকে হাতেনাতে ধরা হয়। এরপর তাকে মারধর না করে শাস্তি হিসেবে নিজেই বিবির পুকুরে নেমে কান ধরে ২০টি ডুব দেবে বলে স্বীকার করে। এ কারণে তাকে পুকুরে নামিয়ে ২০ ডুব দেওয়ার পর ছেড়ে দেওয়া হয়েছে। তবে শাস্তির পর মানবিকতাও দেখিয়েছেন স্থানীয়রা। তারা ওই

চুরির শাস্তি শীতের রাতে পুকুরে কান ধরে ২০ ডুব

বরিশাল নগরীর প্রাণকেন্দ্র সদর রোডে অনেক দিন ধরেই ঘটে আসছিল মোটরসাইকেলের হেলমেট চুরির ঘটনা। অবশেষে সেই চোরকে হাতেনাতে ধরেছে স্থানীয়রা।

তবে মারধর করা হয়নি চোরকে; বরং শাস্তিস্বরূপ শীতের রাতে পুকুরে নেমে কান ধরে টানা ২০টি ডুব দিতে হয়েছে তাকে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে বরিশাল নগরীর সদর রোডের বিবির পুকুর পাড় এলাকায় ঘটনাটি ঘটে।

ভুক্তভোগী চোর ইউসুফ বরিশালের উজিরপুর সদর উপজেলার মশাং গ্রামের বাসিন্দা বলে দাবি করেছেন। তবে তিনি নগরীর সাগরদি এলাকায়ক বসবাস করে বলে জানান।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরেই সদর রোডে মোটরসাইকেলের হেলমেট চুরির ঘটনা ঘটছে। সদর রোড বিবির পুকুরের আশপাশে মোটরসাইকেল রাখার পাঁচ মিনিটের মধ্যেই দামি হেলমেটগুলো চুরি হয়ে যায়।

তারা জানান, মঙ্গলবার রাতে সদর রোডে পার্ক করা একটি মোটরসাইকেলের হেলমেট চুরি করছিল ইউসুফ নামের ওই চোর। তখন তাকে হাতেনাতে ধরা হয়।

এরপর তাকে মারধর না করে শাস্তি হিসেবে নিজেই বিবির পুকুরে নেমে কান ধরে ২০টি ডুব দেবে বলে স্বীকার করে। এ কারণে তাকে পুকুরে নামিয়ে ২০ ডুব দেওয়ার পর ছেড়ে দেওয়া হয়েছে।

তবে শাস্তির পর মানবিকতাও দেখিয়েছেন স্থানীয়রা। তারা ওই চোরকে ফুটপাতের দোকান থেকে নতুন প্যান্ট এবং টি-শার্ট কিনে দিয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow