দর্শকদের কাছে হাস্যকর হলেও সাউথাম্পটনের কাছে ব্যাপারটা দারুণ অস্বস্তির। চুল টান দিয়ে লাল কার্ড হজম করা নিদারুণ কষ্টের। কিন্তু যা হওয়ার তা হয়েই গেছে। চেলসির লেফট-ব্যাক মার্ক কুকুরেল্লার লম্বা চুলের আগায় টান দেওয়ার দায় নিয়ে মাঠ ছাড়তে বাধ্য হয়েছেন সাউথাম্পটনের অধিনায়ক ও ডিফেন্ডার জ্যাক স্টিফেন্সকে।
রেফারি অবশ্য সিদ্ধান্ত নেওয়ার আগে ভিএআরের সহায়তা নিয়েছেন। ভিএআরও স্টিফেন্সের মাঠ ছাড়া রোধ করতে পারেনি। ম্যাচের ৩৯ মিনিটের অপ্রত্যাশিত ঘটনায় ১০ জনের পরিণত হয় সাউথাম্পটন।
ইংলিশ প্রিমিয়ার লিগে বুধবার নিজেদের ঘরের মাঠ সেইন্ট ম্যারি স্টেডিয়ামে সাউথাম্পটন ১০ জনের পরিণত হওয়ার আগেই পিছিয়ে পড়েছিল ৩-১ ব্যবধানে। সফরকারী চেলসির হয়ে গোল করেন অ্যাক্সেল দিসাসি (৭ মিনিটে), ক্রিস্টোফার এনকুনকু (১৭ মিনিটে) ও ননি মাদুয়েকে (৩৪ মিনিটে)। স্বাগতিক সাউথাম্পটনের হয়ে ১১ মিনিটে গোল করেন জো আরিবো।
দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল করে চেলসি। ৭৬ মিনিটে কোল পালমারের গোলে ৪-১ গোলে এগিয়ে যায় দ্য ব্লুজরা। ৮৭ মিনিটে সাউথাম্পটনের কফিনের শেষ পেরেক ঠুকে দেন জাডন স্যানচো। এই অর্ধে সাউথাম্পটন কোনো গোল না পাওয়ায় ৫-১ ব্যবধানে জয় পায় এনজো মারেস্কার দল চেলসি।
এমএইচ/জিকেএস