মানুষের চুলের চেয়েও সরু রোবটিক হাত তৈরি করেছেন চীনা গবেষকরা। মাত্র ৪০ মাইক্রোমিটার বেধের রোবটের আকার মানুষের হাতের মতো। আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী ইন্টারন্যাশনাল জার্নাল অব এক্সট্রিম ম্যানুফ্যাকচারিংয়ে এই গবেষণার বিস্তারিত প্রকাশ করা হয়েছে।
রোবটিক হাতটি মেডিক্যাল খাতে ব্যবহার হবে। এটি দেহের কোষ ধরা, বহন করা এবং ছেড়ে দেওয়ার মত কাজ করতে সক্ষম।
মাইক্রো-রোবটটি তৈরি করেছেন চাইনিজ একাডেমি অব... বিস্তারিত