চুয়াডাঙ্গায় অস্ত্রসহ যুবদল নেতা গ্রেফতার

2 months ago 30

চুয়াডাঙ্গার দর্শনায় অভিযান চালিয়ে যুবদল নেতা সেলিম মেহফুজ মিল্টনকে (৪৫) অস্ত্রসহ গ্রেফতার করছে সেনাবাহিনী।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাতে চুয়াডাঙ্গা সেনাবাহিনী ক্যাম্প বিষয়টি নিশ্চিত করেছে।

গ্রেফতার সেলিম মেহফুজ মিল্টন দর্শনা পৌর এলাকার মোবারকপাড়ার আব্দুস সালাম মাস্টারের ছেলে। তিনি দর্শনা পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক।

জানা গেছে, মিল্টনের বিরুদ্ধে স্বর্ণ, মাদককারবারি, অবৈধ অস্ত্র, অগ্নি সংযোগের দায়ে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। বুধবার (২৮ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দর্শনা এলাকা থেকে তাকে গ্রেফতার করে সেনাবাহিনী চুয়াডাঙ্গা ক্যাম্পের একটি টহল দল। পরে তার বাড়িতে তল্লাশি করে চাইনিজ কুড়াল, রামদা, চাপাতিসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র জব্দ করা হয়।

চুয়াডাঙ্গা সেনা ক্যাম্পের লেফটেন্যান্ট আশহাব আল রাফিদ জানান, গ্রেফতার মিল্টনকে দর্শনা থানায় হস্তান্তর করা হয়েছে। ৫ আগস্ট-পরবর্তী সময়ে মিল্টন দর্শনায় ত্রাস হিসেবে পরিচিত লাভ করে। তার গ্রেফতারের খবরে এলাকায় স্বস্তি ফিরেছে।

হুসাইন মালিক/এএইচ/জিকেএস

Read Entire Article