চুয়াডাঙ্গায় কনফেকশনারিতে অভিযান, ৩০ হাজার টাকা জরিমানা

2 hours ago 3

চুয়াডাঙ্গার জীবননগরে একটি কনফেকশনারি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে এ অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন ক্যাব সদস্য ও জেলা পুলিশের একটি টিম।

চুয়াডাঙ্গায় কনফেকশনারিতে অভিযান, ৩০ হাজার টাকা জরিমানা

আদালত সূত্র জানায়, পৌর এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠানে তদারকি করা হয়। মেসার্স আরিফ ফুড অ্যান্ড কনফেকশনারি প্রতিষ্ঠানে তদারকির সময় অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় বেকারি সামগ্রী তৈরি, অস্বাস্থ্যকরভাবে সংরক্ষণ ও প্রতিষ্ঠানটির লাইসেন্স না থাকার অপরাধে মালিক আব্দুল হান্নানকে ভোক্তা অধিকার আইনে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। সেই সঙ্গে দ্রুত লাইসেন্স নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

মোহাম্মদ মামুনুল হাসান জানান, লাইসেন্স না থাকা ও বিভিন্ন অনিয়মের অভিযোগে আরিফ ফুড অ্যান্ড কনফেকশনারি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অন্যান্য মুদি দোকান ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠান তদারকির সময় সবাইকে ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়, মূল্যতালিকা প্রদর্শন ও ক্রয় বিক্রয় ভাউচার সংরক্ষণের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।

হুসাইন মালিক/আরএইচ/জিকেএস

Read Entire Article