চুয়াডাঙ্গায় ‘টেস্টি ট্রিট’ এর শোরুম চালু

3 months ago 10

দেশের জনপ্রিয় ফাস্টফুড রিটেইল ব্র্যান্ড ‘টেস্টি ট্রিট’ চুয়াডাঙ্গায় শোরুম চালু করেছে। রোববার (১ জুন) শহরের বড়বাজার শহীদ আবুল কাশেম সড়কে শোরুমটি উদ্বোধন করেন টেস্টি ট্রিটের প্রধান পরিচালন কর্মকর্তা ইব্রাহিম খলিল।

টেস্টি ট্রিট জন্মদিন ও বিভিন্ন উৎসবের কেক, পেস্ট্রি, কুকিজ, ডেজার্ট, ফাস্টফুড, মিষ্টান্ন ও বেকারি পণ্যের জন্য জনপ্রিয়। ফুডপ্রেমীদের কাছে জনপ্রিয় হওয়ায় রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বর্তমানে টেস্টি ট্রিটের ৪৬৩টি শোরুম চালু রয়েছে।

এ বিষয়ে ইব্রাহিম খলিল বলেন, ‘সুলভমূল্যে ক্রেতাদের কাছে বিভিন্ন উৎসবের কেক ও স্বাস্থ্যসম্মত বেকারি সামগ্রী পৌঁছে দেওয়াই ট্রেস্টি ট্রিটের প্রধান লক্ষ্য। সারাদেশের ভোক্তারা যেন টেস্টি ট্রিটের সেবা পেতে পারে সেজন্য সকল জেলায় টেস্টি ট্রিটের শোরুম চালু করা হচ্ছে। এরই ধারবাহিকতায় চুয়াডাঙ্গায় শোরুম চালু করা হলো।’

টেস্টি ট্রিটের অপারেশন ম্যানেজার মানোয়ার হোসেন এবং রিজিওনাল ম্যানেজার হামিদুর রহমানসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

বিএ/এমএস

Read Entire Article