চুয়াডাঙ্গায় তাপমাত্রার কিছুটা উন্নতি হয়েছে। টানা তিনদিন পর মৃদু শৈত্যপ্রবাহ কেটে গেছে। দেখা মিলেছে সূর্যের। এ তিনদিন ছিল সূর্যের লুকোচুরি। তবে আজ আগেভাগেই সূর্যের দেখা মেলে।
সোমবার (১৬ ডিসেম্বর) জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এর আগে রোববার (১৫ ডিসেম্বর) তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
তার আগে শনিবার (১৪ ডিসেম্বর) ছিল ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি মৌসুমে জেলার সর্বনিম্ন তাপমাত্রা।
তাপমাত্রার কিছুটা বাড়লেও শীতের তীব্রতা সেভাবে কমেনি। উত্তর থেকে বয়ে আসা হিমশীতল বাতাসের কাছে কাবু হচ্ছে এ জনপদ। দিনের কিছু সময় সূর্যের দেখা মিললেও তা থেকে উত্তাপ মিলছে না। তীব্র শীতে বিপাকে পড়েছেন শ্রমজীবী ও নিম্নআয়ের মানুষেরা।
চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রকিবুল হাসান বলেন, মঙ্গলবার (১৭ ডিসেম্বর) থেকে চুয়াডাঙ্গার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। ফলে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে মেঘাচ্ছন্ন আবহাওয়া কেটে গেলে ২১ ডিসেম্বর থেকে আবারও কমতে পারে তাপমাত্রা।
হুসাইন মালিক/এসআর/জিকেএস