চুয়াডাঙ্গায় ১০ মামলার আসামি গ্রেফতার

2 weeks ago 16

চুয়াডাঙ্গার দর্শনায় অভিযান চালিয়ে একাধিক মামলার আসামি শাহাবুল হোসেনকে (৫২) গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার (১১ ডিসেম্বর) বিকেলে তাকে আদালতে তোলা হয়েছে।
এর আগে মঙ্গলবার দিনগত রাতে তাকে দর্শনা পৌর এলাকার রামনগর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শাহাবুল হোসেন একই গ্রামের গোলজার হোসেনের ছেলে।

চুয়াডাঙ্গা সেনাবাহিনী ক্যাম্পের মেজর জাহাঙ্গীর আলম জানান, শাহাবুল হোসেনের বিরুদ্ধে মাদক, চোরাকারবারি, অবৈধ অস্ত্র, ডাকাতি ও অগ্নিসংযোগসহ বিভিন্ন অপরাধে ১০টি মামলা রয়েছে। তিনি দেশীয় বোমা ও ককটেল তৈরিতে সিদ্ধহস্ত এবং বোমা বিস্ফোরণে তার ডান হাত উড়ে যায়। ৫ আগস্ট পরবর্তী সময় শাহাবুল দর্শনায় বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছিল।

তিনি বলেন, শাহাবুলকে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ ও আইন কার্যক্রম সম্পন্নের জন্য দুপুরে পুলিশে হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে তাকে বিকালে আদালতে সোপর্দ করে পুলিশ। পরে তাকে জেলহাজতে পাঠানো হয়।

হুসাইন মালিক/আরএইচ/জিকেএস

Read Entire Article