চুয়াডাঙ্গার জীবননগরে পূর্ব শত্রুতার জেরে আপন দুই ভাইকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার উথলী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উথলী গ্রামের মাঝেরপাড়ার মৃত খোদা মন্ডলের ছেলে দুই ছেলে মিন্টু মিয়া (৬০) ও হামজা আলী (৪৫)।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে মিন্টু ও হামজা দুই ভাই গ্রামের ৭২ নম্বর ব্রিজ মাঠে কৃষি কাজ করতে যায়। এ সময় প্রতিপক্ষের লোকজন লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে তাদের কুপিয়ে জখম করে চলে যায়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রথমে হামজা ও পরে মিন্টুকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। এ ঘটনায় উথলী এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
এ বিষয়ে ওসি মামুন হোসেন বিশ্বাস বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হত্যা রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত করছে। অভিযুক্তদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।