বিজয় শঙ্করের ঝড়েও দিল্লি ক্যাপিটালসের করা ১৮৩ রান টপকাতে পারেনি চেন্নাই সুপার কিংস। বরং উল্টো তারা থেমে গেলো ১৫৮ রানে। শেষ পর্যন্ত দিল্লি ক্যাপিটালসের কাছে ২৫ রানে হার মানতে বাধ্য হলো চেন্নাই সুপার কিংস।
চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৮৩ রান সংগ্রহ করে দিল্লি ক্যাপিটালস। জবাব দিতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৫৮ রান সংগ্রহ করে চেন্নাই সুপার কিংস।
এ জয় পয়েন্ট টেবিলে সবার ওপরে উঠে গেছে দিল্লি ক্যাপিটালস। তিন ম্যাচ খেলে সবগুলো জয়ে ৬ পয়েন্ট নিয়ে একেবারে মগডালে বসে গেলো অক্ষর প্যাটেলের দল। আরেক অপরাজিত দল পাঞ্জাব কিংস ২ ম্যাচের ২টিতেই জিতেছে, ৪ পয়েন্ট নিয়ে তারা রয়েছে দ্বিতীয় স্থানে। চেন্নাই সুপার কিংস ৪ ম্যাচ খেলে জিতেছে ১টিতে। ২ পয়েন্ট নিয়ে রান রেটের ব্যবধানে তারা রয়েছে এখন ৮ নম্বর স্থানে।
১৮৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু তেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে শুরু করে চেন্নাই। ৩ রান করে আউট হন রাচিন রাবিন্দ্রা। ১৩ রান করে বিদায় নেন ডেভন কনওয়ে। ৫ রান করে আউট হন অধিনায়ক ঋুতুরাজ গায়কোয়াড়।
মিডল অর্ডারে একাই বুক চিতিয়ে লড়াই করেছেন বিজয় শঙ্কর। ৫৪ বলে ৬৯ রান করেন তিনি। শেষ দিকে ২৬ বলে ৩০ রান করে অপরাজিত থাকেন মহেন্দ্র সিং ধোনি। কিন্তু পরাজয় এড়াতে পারলেন না। ৫ উইকেট হারিয়ে তারা থেমে যায় ১৫৮ রানে।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৮৩ রান সংগ্রহ করে দিল্লি ক্যাপিটালস। ৫১ বলে ৭৭ রান করেন লোকেশ রাহুল। ৩৩ রান করেন অভিষেক পোড়েল।
আইএইচএস/