চেলসি ফরোয়ার্ডকে দুই ম্যাচ নিষিদ্ধ করলো ফিফা

2 months ago 7

ক্লাব বিশ্বকাপে ফ্লামেঙ্গোর বিপক্ষে ম্যাচে সরাসরি লাল কার্ড দেখায় চেলসির ফরোয়ার্ড নিকোলাস জ্যাকসনকে দুই ম্যাচ নিষিদ্ধ করেছে ফিফা।

গেল শনিবার ফিলাডেলফিয়ার লিংকন ফিনান্সিয়াল ফিল্ডে বদলি হিসেবে মাঠে নামার পর অ্যাইরটন লুকাসকে বাজে ট্যাকল দিয়ে লাল কার্ড দেখেন চেলসি তারকা। এটি ছিল তার শেষ চার ম্যাচে দ্বিতীয় লাল কার্ড। ম্যাচটিতে চেলসি ৩-১ গোলে হেরে যায়।

ফিফা এক বিবৃতিতে বলেছে, ‘ফিফা ডিসিপ্লিনারি কমিটি চেলসির খেলোয়াড় নিকোলাস জ্যাকসনের ওপর দুই ম্যাচের নিষেধাজ্ঞা আরোপ করেছে। ২০ জুন ফিফা ক্লাব বিশ্বকাপে চেলসি ও ফ্লামেঙ্গোর মধ্যকার ম্যাচে লাল কার্ড পাওয়ার কারণে এই শাস্তি দেয়া হয়েছে।’

বিশ্ব ফুটবল নিয়ন্ত্রক সংস্থাটি আরও বলেছে, ‘ফিফা ডিসিপ্লিনারি কোডের অনুচ্ছেদ ১৪, ধারা ১ (ই) লঙ্ঘনের কারণে এই শাস্তি দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত চূড়ান্ত এবং এর বিরুদ্ধে আপিল করা যাবে না।’

ম্যাচ শেষে সামাজিক মাধ্যমে নিজের কাণ্ডের জন্য দুঃখ প্রকাশ করেন জ্যাকসন। ইনস্টাগ্রামে তিনি লেখেন, আমি দুঃখিত। ক্লাব, কোচিং স্টাফ, সতীর্থ এবং সব সমর্থকদের কাছে আমি ক্ষমা চাইছি। আমি আপনাদের সবাইকে হতাশ করেছি।’

‘আরও একটি লাল কার্ড...। সত্যি বলতে আমি নিজেই নিজের ওপর খুব রাগান্বিত। আমি প্রতিদিন কঠোর পরিশ্রম করি যেন দলকে সাহায্য করতে পারি, এমন পরিস্থিতিতে না ফেলি। আমি এখনো পুরোপুরি বুঝতে পারছি না ঘটনাটা কীভাবে ঘটলো। তবে একটা জিনিস পরিষ্কার—এটা ইচ্ছাকৃত ছিল না। এটা ছিল ফুটবলের এক মুহূর্ত, যা ভুল পথে গেছে।’

জ্যাকসন আরও লেখেন, ‘কোনো অজুহাত নেই। আমি সম্পূর্ণ দায় নিচ্ছি। আমি চিন্তা করব, শিখব এবং আরও শক্তিশালী হয়ে ফিরব। এই ক্লাবের জন্য এবং যারা আমার ওপর বিশ্বাস রাখে তাদের জন্য। দুঃখিত। দুঃখিত। দুঃখিত।’

জ্যাকসন না থাকলেও বাংলাদেশ সময় আজ বুধবার সকালে স্পোর্টিভ তিউনিসের বিপক্ষে ৩-০ গোলে জিতেছে চেলসি। এই জয়ে ডি-গ্রুপের রানার্স আপ হয়ে শেষ ষোলোতে গেছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি।

এমএইচ/এএসএম

Read Entire Article