চৈতি গ্রুপের আবুল কালাম সম্মিলিত পরিষদের প্যানেল নেতা

2 hours ago 6

তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ’র আগামী নির্বাচনে সম্মিলিত পরিষদের প্যানেল লিডার হবেন চৈতি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম।

কালাম বর্তমানে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) ও এর আগে ২০১২-১৩ মেয়াদে বিজিএমইএ’র পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি ২০১১-১২ ও ২০১২-১৩ মেয়াদে উত্তরা ক্লাবের সভাপতির দায়িত্ব পালন করেন।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাজধানীর রেডিসন ব্লু হোটেলে এক অনুষ্ঠানে সম্মিলিত পরিষদের প্রাক্তন সভাপতিরা আবুল কালামকে শিল্প মালিকদের সঙ্গে পরিচয় করিয়ে দেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিজিএমইএ’র সাবেক সভাপতি এস এম ফজলুল হক, রেদওয়ান আহমেদ, কাজী মনিরুজ্জামান, মোস্তফা গোলাম কুদ্দুস, খন্দকার রফিকুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল।

ব্যবসায়ী নেতারা বলেন, কালামের নেতৃত্ব গার্মেন্টস সেক্টরের আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে এবং রপ্তানি আয়ের নতুন উচ্চতা অর্জনে সহায়তা করবে।

গত ২০ অক্টোবর বাণিজ্য মন্ত্রণালয় বিজিএমইএ পরিচালনা পর্ষদ বিলুপ্ত করে ১২০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রশাসক নিয়োগ দেয়।

এমএইচআর

Read Entire Article