চোরাচালানের লেনদেন নিয়ে যুবককে কুপিয়ে হত্যা

2 months ago 33

কক্সবাজারের রামুর উপজেলায় চোলাচালানের লেনদেনকে কেন্দ্র করে মো. শাহাবুদ্দীন মিয়া নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

শনিবার (৩০) রাত সাড়ে ১১টার উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের শুকমনিয়া এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত মো. শাহাবুদ্দীন মিয়া কচ্ছপিয়া ইউনিয়নের তিতার পাড়া গ্রামের এমদাদ মিয়া প্রকাশ টুক্কুর ছেলে।

গর্জনিয়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ (আইসি) এসআই রাজস্ব বড়ুয়া বলেন, চোরাচালানের লেনদেনকে কেন্দ্র করে শাহাবুদ্দীন ও স্থানীয় ওবাইদুল হক আকবরের মধ্যে কথাকাটাকাটি হয়। এ নিয়ে একদল লোক শাহাবুদ্দীনকে এলোপাতাড়ি কোপায়। এ সময় ফাঁকা গুলিও ছুঁড়ে হামলাকারীরা। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় শাহাবুদ্দীনকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

রামু থানার ওসি ইমন কান্তি চৌধুরী কালবেলাকে বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, চোরাচালানের লেনদেনকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

Read Entire Article