চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ভারত-পাকিস্তানের অচলাবস্থা, আইসিসি বৈঠক স্থগিত

2 months ago 23
২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বোর্ড বৈঠকে শুক্রবার (২৯ নভেম্বর) কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। ভারত ও পাকিস্তানের মধ্যে চরম অচলাবস্থার কারণে বৈঠকটি আগামীকাল (৩০ নভেম্বর) পর্যন্ত স্থগিত করা হয়েছে। বৈঠকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি স্পষ্ট জানিয়ে দেন যে, তারা চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য কোনো হাইব্রিড মডেল গ্রহণ করবেন না। তিনি জোর দিয়ে বলেন, এই টুর্নামেন্টের সব ম্যাচ পাকিস্তানের মাটিতেই অনুষ্ঠিত হওয়া উচিত। নাকভি আরও জানান, এটি শুধু পাকিস্তানের নয়, আন্তর্জাতিক ক্রিকেটের মর্যাদার বিষয়। অন্যদিকে, ভারতীয় প্রতিনিধিরা বৈঠকে জানান যে, ভারতীয় সরকার এখনও তাদের জাতীয় ক্রিকেট দলকে পাকিস্তানে পাঠানোর অনুমতি দেয়নি। তারা পাকিস্তানের প্রস্তাবিত মডেল নিয়ে আপত্তি তুলেছেন এবং বিকল্প আয়োজনের কথা বিবেচনা করতে বলেছেন। আইসিসির এই বৈঠকে সদস্য দেশগুলোর প্রতিনিধিরা উপস্থিত থাকলেও, ভারত ও পাকিস্তানের মতবিরোধে কোনো সমাধান বের হয়নি। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, দুই পক্ষের কেউই নিজেদের অবস্থান থেকে সরে আসার ইঙ্গিত দিচ্ছে না। আইসিসি কর্মকর্তারা জানান, বোর্ড সদস্যরা আগামীকাল পুনরায় বৈঠকে বসবেন এবং এই ইস্যুতে একটি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন। তবে অচলাবস্থা অব্যাহত থাকলে, চ্যাম্পিয়ন্স ট্রফির ভবিষ্যৎ নির্ধারণের জন্য ভোটাভুটির বিকল্প পথ অবলম্বন করা হতে পারে। এমন পরিস্থিতিতে ক্রিকেটপ্রেমীরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন, কারণ এই টুর্নামেন্টের ভাগ্য নির্ধারণে এখনও অনিশ্চয়তা রয়ে গেছে।
Read Entire Article