ভারতের কাছে পরাজয়ের পর পাকিস্তানের সেমিফাইনালে ওঠার পথ এখন বাংলাদেশের হাতে। রাওয়ালপিন্ডিতে সোমবারের ম্যাচে নিউজিল্যান্ড যদি বাংলাদেশকে হারায়, তাহলে কাগজে-কলমে সমীকরণ শেষ হয়ে যাবে বাবর আজমদের জন্য। কিন্তু টাইগাররা যদি কিউইদের হারিয়ে দেয়, তাহলে সেমিফাইনালের লড়াই আরও জটিল হয়ে যাবে, যেখানে পাকিস্তানও থেকে যাবে দৌড়ে।
পাকিস্তান এখন বাংলাদেশের সমর্থক!
চ্যাম্পিয়ন্স ট্রফির 'এ' গ্রুপে ভারতের জয় প্রায় নিশ্চিত হয়ে গেছে, কিন্তু দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে কারা যাবে, সেটি এখনো নিশ্চিত নয়। নিউজিল্যান্ডের ঝুলিতে ইতোমধ্যে ২ পয়েন্ট থাকায় তারা এগিয়ে। তবে বাংলাদেশ যদি আজ জয় পায়, তাহলে সেমিফাইনালের জন্য লড়াই হবে তিন দলের মধ্যে—বাংলাদেশ, নিউজিল্যান্ড ও পাকিস্তান।
পাকিস্তানের জন্য সবচেয়ে বড় সমর্থন এখন বাংলাদেশ। কারণ নিউজিল্যান্ড হারলে পাকিস্তানের টিকে থাকার সম্ভাবনা বাড়বে। এরপর পাকিস্তানকে শুধু বাংলাদেশকে বড় ব্যবধানে হারাতে হবে, আর নিউজিল্যান্ডকে ভারতের কাছে হারতে হবে।
জটিল সমীকরণ: কে যাচ্ছে সেমিফাইনালে?
নিউজিল্যান্ড আজ বাংলাদেশকে হারালে: নিউজিল্যান্ড সরাসরি সেমিফাইনালে যাবে, পাকিস্তান ও বাংলাদেশের আশা শেষ।
বাংলাদেশ জিতলে:
- এরপর নিউজিল্যান্ড যদি ভারতের কাছে হারে ও পাকিস্তান যদি বাংলাদেশকে বড় ব্যবধানে হারায়, তাহলে নেট রান রেটের হিসাবে পাকিস্তান সেমিফাইনালে যেতে পারে।
- যদি নিউজিল্যান্ড ভারতের বিপক্ষে হারে ও বাংলাদেশ পাকিস্তানকে হারায়, তাহলে বাংলাদেশ যাবে সেমিফাইনালে।
- যদি নিউজিল্যান্ড ও বাংলাদেশ নিজেদের পরবর্তী ম্যাচ জেতে, তাহলে নেট রান রেট ঠিক করবে কোন দল যাবে সেমিফাইনালে।
বাংলাদেশের জন্য এটি শুধু একটি ম্যাচ নয়, এটি পুরো টুর্নামেন্টের সেমিফাইনাল সমীকরণ বদলে দিতে পারে। পাকিস্তানেরও ভাগ্য নির্ভর করছে এই ম্যাচের ওপর। টাইগাররা যদি আজ কিউইদের হারায়, তাহলে সেমিফাইনালের লড়াই শেষ মুহূর্ত পর্যন্ত জমে উঠবে। এখন দেখার বিষয়, মাহমুদউল্লাহরা কি পারবে পাকিস্তানকে আশার আলো দেখাতে?