চড়ুইভাতি

2 months ago 40
আয়রে তোরা খোকাখুকু করব চড়ুইভাতি, সারাটাদিন মনের সুখে করব মাতামাতি। নদীর কূলে বটের ছায়ার রান্না বান্না করে, নিজের হাতে ইচ্ছে মতো খাবো পেটটি ভরে। কানামাছি করব খেলা গাছের ছায়ে ছায়ে, খেলা শেষে চড়ব গিয়ে গোকুল মাঝির নায়ে। বাঁকা নদীর কূলে কূলে চলব এঁকেবেঁকে, বেলা শেষে ফিরব ঘরে খুশির ধুলা মেখে।
Read Entire Article