ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর্মকর্তা মতিউর রহমানের স্ত্রী নরসিংদীর রায়পুরা উপজেলার সাবেক চেয়ারম্যান লায়লা কানিজ লাকী রিমান্ড শুনানির জন্য আগামী ১৯ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত। একইসঙ্গে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিবের আদালতে এ আদেশ দেন। দুদকের পাবলিক প্রসিকিউটর মীর মোশাররফ আলী সালাম বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, লায়লা কানিজের নামে দুদকের মামলায় আমরা ৭ দিন রিমান্ড চেয়ে আবেদন করি। আদালত শুনানির জন্য আগামী রোববার (১৯ জানুয়ারি) দিন ধার্য করেছেন। এ ছাড়া আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
এদিকে রিমান্ড আবেদনে মামলার তদন্ত কর্মকর্তা বলেন, আসামি লায়লা কানিজ ভোর সাড়ে ৪টায় তার বাসা বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে প্রথম মামলার আসামি করা হয় লায়লা কানিজ ও মতিউর রহমানকে। মামলার এজাহারে বলা হয় আসামি লায়লা কানিজ ১৩ কোটি ১ লাখ ৫৮ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। পাশাপাশি লায়লা কানিজের বিরুদ্ধে ১ কোটি ৫৩ লাখ টাকার অবৈধ সম্পদের তথ্য গোপন করার অভিযোগ আনা হয়েছে।
জানা যায়, গত কোরবানি ঈদে ১৫ লাখ টাকা দিয়ে একটি ছাগল কিনতে গিয়ে আলোচনায় আসেন মুশফিকুর রহমান ইফাত নামের এক যুবক। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা শুরু হয়। জানা যায়, তার বাবা এনবিআর সদস্য এবং কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট মতিউর রহমান। এরপর আলোচনা চলে মতিউর রহমান ও তার পরিবারের সদস্যদের কোথায় কী পরিমাণ সম্পদ রয়েছে এসব নিয়ে। এসব আলোচনার মধ্যে একের পর এক বেরিয়ে আসতে থাকে মতিউর পরিবারের বিপুল বিত্তবৈভবের চাঞ্চল্যকর তথ্য।